Breaking News

তানোরের কলমা ইউপির ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক 

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বি এনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক সা মরিক সচিব ও রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দীনের পক্ষে জনমত সৃস্টি এবং সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষে রাজশাহীর তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পা দক হযরত আলী মাস্টারের উদ্যোগে কলমা ইউপির ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক আয়োজন করা হ য়েছে।
জানা গেছে, গত ২৯ অক্টোবর বুধবার উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) ৭নম্বর  ওয়ার্ড নড়িয়াল গ্রামে বিএ নপির উঠান  বৈঠক ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা ও দলের সাং গঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন দিক নি র্দেশনা মুলক বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাং গঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা শিক্ষক সমি তির আহবায়ক হযরত আলী মাস্টার। অন্যান্যদের মধ্যে আ রো  উপস্থিত ছিলেন ইউপি বিএনপির সম্পাদক মা নিরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রা য়হানুল হক রায়হান,জেলা ছাত্র দলের যুগ্ম-আহবায়ক মোতালেব হোসেন ও এমদাদুল হক প্রমুখ।
এ সময় নে তাকর্মীরা হযরত আলী মাস্টারকে ফুলেল শুভেচ্ছা জা নান  এবং আসন্ন নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতিকে ভোট দে য়ার প্রতিশ্রুতি দেন।
এদিন উঠান বৈঠকে রাজশাহী-১ আসনে বিএনপির মn নোনয়ন প্রত্যাশী বিএনপি চেয়ারপারসনের সাবেক সা মরিক সচিব ও রাজনৈতিক উপদেষ্টা পরিষদের অন্য তম সদস্য মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনের বিজয় নি শ্চিত করতে বিএনপির সকল নেতা ও কর্মী-সমর্থকদের প্রতি ঐক্যবদ্ধ হবার আহবান জানান হযরত আলী মা স্টার।
এদিকে একইদিন দুপুরে উপজেলা যুবদলের সদস্য সচিব নিজ বাড়িতে চিকিৎসাধীন শরিফ উদ্দিন মুন্সীকে দেখতে হযরত আলী মাস্টার।
এ সময় তিনি তার চিকিৎসার খোঁ জখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করে তার জ ন্য  সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

About admin

Check Also

ঝিকরগাছায় সাংবাদিকদের সাথে ইউএনওর সাথে মতবিনিময় সভা

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : ‎যশোরের ঝিকর গাছায় সম্মানিত সাংবাদিকবৃন্দের  সাথে সদ্য যোগাদান কৃত উপজেলা …

2 comments

  1. তানোরের কলমা ইউপির ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *