Related Articles
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএন পি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দীনের পক্ষে জনমত সৃস্টি এবং সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষে রাজশাহীর তা নোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পা দক হযরত আলী মাস্টারের উদ্যোগে ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক আয়োজন করা হয়েছে।
জানা গেছে, গত ২৬ অক্টোবর রোববার রাতে উপজেলার কলমা ইউনিয়নের(ইউপি) ৮ নম্বর বনগাঁআদিবাসীপাড়ায় বিএনপির উঠান বৈঠক ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা ও দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন উপজে লা বিএনপির সাবে ক সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা শিক্ষক সমি তির আহবায়ক হযরত আলী মাস্টার।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউপি বিএন পির সম্পাদক মানি রুল ইসলাম, উপজেলা যুবদলের যুমগ্ম-আহবায়ক রায়হানু ল হক রায়হান,জেলা ছাত্র দলের যুগ্ম-আহবায়ক মোতা লেব হোসেন ও এমদাদুল হক প্রমুখ। এ সময় আদি বাসি রা ফুলের মালা দিয়ে হযরত আলী মাস্টারকে বরণ করে নেয় এবং আগামি নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট দেয়ার প্রতিশ্রুতি দেন।
এদিন উঠান বৈঠকে রাজশাহী-১ আসনে বিএনপির মনো নয়ন প্রত্যাশী বিএনপি চেয়ারপারসনের সাবেক সামরিক সচিব ও রাজনৈতিক উপদেষ্টা পরিষদের অন্য তম সদস্য মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনের বিজয় নিশ্চিত করতে বিএনপির সকল নেতা ও কর্মী-সমর্থকদের প্রতি ঐক্যবদ্ধ হবার আহবান জানান হযরত আলী মাস্টার।
Bartabd24.com সব খবর সবার আগে
https://shorturl.fm/R3PQp