Breaking News

তানোরের চোরখৈর স্কুলে নিয়োগের টাকা হরিলুট

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের কলমা ইউনিয়নের (ইউপি) চোর খৈর  উচ্চ বিদ্যালয়ে ৪টি পদে কর্মচারী নিয়োগে বাণি জ্যের টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জা নান,স্কুলের উন্নয়নের নামে প্রায় অর্ধকোটি টাকা আদায় করা হলেও একটি টাকারও উন্নয়ন করা হয়নি।
তারা বলেন, সভাপতি ও প্রধান শিক্ষক মিলেমিশে পুরো টাকা লোপাট করেছে।
সম্প্রতি এলাকাবাসী ডাকযোগে (কুরিয়ার) রাজশাহী জে লা প্রশাসক (ডিসি)ও আঞ্চলিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ প্রেরণ করেছেন।
স্থানীয়রা জানান, স্কুলের ৪টি পদে জনবল নিযোগ দিয়ে প্রায় ৫০ লাখ টাকা প্রধান শিক্ষক ও সভাপতি মিলেমিশে লোপাট করেছে।তারা বলেন, তৎকালীন এমপির নাম ভা ঙিয়ে এসব টাকা লোপাট করা হয়েছে।
অথচ এই নিয়োগ কার্যক্রমে এমপির কোনো সম্পৃক্ততা ছিলো না। অর্থের বিনিময়ে যোগ্যদের বঞ্চিত করে আও য়ামী মতাদর্শীদের চাকরি দেয়া হয়েছে।অভিভাবক মহল বলেন, সরেজমিন অনুসন্ধান করা হলে এসব অভিযো গের সত্যতা পাওয়া যাবে।
তারা সরেজমিন তদন্ত পুর্বক যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্ত ক্ষেপ কামনা করেছেন।
সংশ্লিষ্ট সুত্র জানায়, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে জনবল নিয়োগ পরীক্ষা নিতে হলে, প্রতিষ্ঠানে ১৪৪ ধারা জারী, সীমানায় লাল নিশান উড়ানো ও বিচারিক ক্ষমতা সম্পন্ন একজন সরকারি কর্মকর্তার উপস্থিত থাকার কথা। কিন্ত্ত নিয়োগে এসবের কোনো কিছুই করা হয়নি।
নীতিমালা লঙ্ঘন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্ম কর্তা, ডিজির প্রতিনিধি, সভাপতি ও প্রধান শিক্ষক আ বেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়েছেন।
এদিন আয়া-পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা কর্মী ও অফিস সহকারি পদে নিয়োগ দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়োগ পরীক্ষার আগের দিন শুক্র বার সন্ধ্যায় চোরখৈর স্কুল মোড়ে সভাপতি ও প্রধান শিক্ষ কের সঙ্গে যে চারজন প্রার্থীকে আলাপ করতে দেখা গে ছে।
পরের দিন ১৩মে শনিবার চাকরির লিখিত ও মৌখিক পরীক্ষায় কাকতালীয়ভাবে সেই চারজন উত্তীর্ণ হয়।
এতে প্রমাণ হয় এটা জালিয়াতি করে নিয়োগ বাণিজ্যে।নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকারী শিক্ষক আক্ষেপ করে বলেন, প্রধান শিক্ষক আইনাল হক সাবেক এমপি ফারুক চৌধুরীর ঘনিষ্ঠ আত্মীয়,যে কারণে সে নিজের ক্ষমতা বলে যা খুশি তাই করেছেন।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্ম কর্তা সিদ্দিকুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, সারাদেশে যেভাবে নিয়োগ হয় এখানেও সেভাবে নিয়োগ হয়েছে, অনিয়ম-দুর্নীতির কোনো সুযোগ নাই, আর এতো দিন পর এসব নিয়ে কেনো কথা উঠছে।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভা পতি ও স্কুলের সভাপতি (তৎকালীন) মাইনুল ইসলাম স্বপ ন বলেন, কোনো অনিয়ম করা হয়নি।
একটি মহল এতোদিন পর এসব অপপ্রচার করছে।
এবিষয়ে প্রধান শিক্ষক আইনাল হক অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়োগ হয়েছে নিয়ম অনুযায়ী।
আর টাকা-পয়সা লেনদেনের বিষয়ে তিনি কিছুই জানেন না, তৎকালীন সভাপতি সব করেছেন।#

About admin

Check Also

হরিণাকু-ুতে বাসের ধাক্কায় এক ইজিবাইক যাত্রী নিহত

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ঢাকাগামী গোল্ডেন লাইনের একটি বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী সোহাগি খাতুন (৪৬) …

9 comments

  1. купить диплом в владикавказе http://rudik-diplom14.ru/ .

  2. как купить диплом техникума в самаре как купить диплом техникума в самаре .

  3. диплом автотранспортного техникума купить диплом автотранспортного техникума купить .

  4. где сделать проект перепланировки квартиры https://www.proekt-pereplanirovki-kvartiry11.ru .

  5. купить диплом в горно-алтайске https://rudik-diplom8.ru/ .

  6. купить диплом в пензе https://rudik-diplom11.ru/ .

  7. купить диплом в череповце http://www.rudik-diplom3.ru .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *