Breaking News

তানোরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়ে ছে।নিহত গৃহবধূর নাম জান্নাতুন বেগম(৩৫) তিনি উপ জেলার কামারগাঁ ইউপির ধানুরা গ্রামের জাহাঙ্গীর আল মের দ্বিতীয় স্ত্রী।
জানা গেছে,গত প্রায় ৪ মাস আগে ধানুরা গ্রামের জাহা ঙ্গীর আলমের সঙ্গে একই গ্রামের মৃত খলিল শাহ্’র কন্যা জান্নাতুন বেগমের বিবাহ হয়।
প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, গতকাল সোমবার (২৭ অক্টো বর) দুপুরে তার শ্বাসকষ্ট দেখা দিলে পরিবারের লোকজন চিকিৎসার জন্য তাকে তানোর উপজেলা হাসপাতালে নি য়ে যায়।
কিন্ত্ত কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবং থানা পুলিশকে অবহিত করেন।
পুলিশ লাশ উদ্ধার করে থানায় (ইউডি) মামলা ও ময়না তদন্তের জন্য রাজ শাহী মেডিকেল কলেজ হাসপাতা লে( রামেক) প্রেরণ করেন।
এবিষয়ে তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা( টিএইচও)বা র্নাবাস হাসদাক বলেন,হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে এবং নিহতের গলায় আঘাতের চিহ্ন ছিল।
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচা র্জ(ওসি) আফ জাল হোসেন জানান, ইউডি মামলা হয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্ট পর্যন্ত  অপেক্ষা কর তে হবে।#

About admin

Check Also

দফা দাবীতে আগামী ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষনা

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধি: দক্ষিণ অঞ্চলের ১৮টি রুটে মহাসড়ক থেকে নসিমন, ক রিমনসহ বিআরটিসি’র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *