আলিফ হোসেন,তানোরঃ

রাজশাহীর তানোরে ডাঃ মিজানুর রহমানের উদ্যোগে তিন দিনব্যাপী বিনামুল্য চিকিৎসা ক্যাম্প, রক্ত পরীক্ষা ও ওষুধ বিতরণ আয়োজন করা হয়েছে।
জানা গেছে,২৭ অক্টোবর রোববার ডাঃ মিজানুর রহমানের উদ্যোগে তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয় চত্ত্বরে তিন দিনব্যা পী আয়োজিত বিনামুল্য চিকিৎসা ক্যাম্প,রক্ত পরীক্ষা ও ওষু ধ বিতরণ কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য ও মেজর জেনারেল (অবঃ) শরি ফ উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ জেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল মালেক মন্ডল। চিকি ৎসা সেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ তারিক আ জিজ, গাইনি বিশেষজ্ঞ ডাঃ জিনিয়া সামস,মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মিনারুল ইসলাম,চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডাঃ আয়াতুল্লা,শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ আতিকুর রহমান ও গাইনি বিশেষজ্ঞ ডাঃ আরজুমান আরা এলসিম।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা (এসএএও) আব্দুল হান্নান সরকার ও সহকারী শিক্ষক আব্দুল বারীপ্রমুখ। এদিন প্রায় দুশতাধিক মানুষকে চিকিৎসা প্রদান ও তাদের ওষুধ দেয়া।