তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে রাজনৈতিক পরিচয়ের এক প্রভাবশালী দাদন ব্যবসায়ীর মারধর ও লাঞ্ছনা সই তে না পেরে এক ভুটভুটি চালক বিষপানে আত্মহত্যা করেছে।
গত ১০ মার্চ সোমবার দিবাগত রাতে চাঁন্দু ড়িয়া ইউ নিয়নের (ইউপি ) ৫ নম্বর ওয়ার্ড  জুড়ানপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।
নিহতের নাম আরিফ হোসেন (২৬)।সে চাঁ ন্দুড়িয়া ইউপির জুড়ানপু র গ্রামের ইয়াদ আলীর পুত্র।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাস পাতালে প্রেরণ করেছে।
এ ঘটনায় ১১ মার্চ মঙ্গলবার নিহতের ভাই শরিফুল ইসলাম বাদি হয়ে বিএম আলীসহ ৩জনকে আসামি করে তানোর থানায় আত্ম হত্যা প্ররোচণার মামলা করেছে।এদিকে ঘট নার পরপরই আসা মিরা গা-ঢাকা দিয়ে ছে।
স্থানীয়রা জানান, চাঁন্দুড়িয়া ইউপির জুড়া নপুর গ্রামে হাজি দারেস আলীর পুত্র বিএম আলী এলাকার খড় ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যক্তি কে দাদনে টাকা দেন।
বিএম এর কাছে থেকে ভুটভুটি চালক আ রিফ হোসেন ৮০ হাজার টাকা দাদন নেন প্রতি সপ্তাহে  সুদ ৮ হাজার টাকা।
প্রায় দেড় বছর যাবত ৮০ হাজার টাকার বিপরীতে প্রতি সপ্তাহে ৮ হাজার টাকা সুদ দিয়ে আসছে আ রিফ।
কিন্ত্ত এখানো দাদনের ৮০ হাজার টাকা পরিশোধ হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার শেষ বিকেলে সুদের টাকা পরি শোধের জন্য আ রিফকে মারধর ও তার পরিবারকে নিয়ে অপ্র কাশযোগ্য ভাষায় গালা গালি করে ভুটভুটি কেড়ে নেয় বিএম।
বিএম এর দেয়া লাঞ্ছনা সইতে না পেরে সেই ক্ষোভে সোমবার দিবা গত রাতে আরিফ গ্যাসবড়ি (বিষ) পা নে আত্মহত্যা করেছে।
এদিকে গ্রামবাসি বিএমের শাস্তির দাবিতে সোচ্চার হয়ে উঠেছে।
এবিষয়ে জানতে চাইলে তানোর থানার অ ফিসার ইনচার্জ(ওসি) আফজাল হোসেন বলেন,এঘটনায় আত্মহত্যা প্ররোচণার অভি যোগে মামলা হয়েছে।
তিনি বলেন,লাশের ময়নাতদন্তের জন্য রামেক হাস পাতালে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *