Breaking News

তানোরে যুবদল নেতাকে ফাঁসাতে আওয়ামী লীগ নেতার নাটক ! 

রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) মাল শিরা মাদরাসা মোড়ে উপজেলা যুবদল নেতার দখলীয় জমিতে আওয়ামী লীগ নেতা হানা দিয়ে ভাঙচুর ও লুট পাট করেছেন বলে অভিযোগ উঠেছে।
ইতমধ্যে এ ঘটনায় নকুল চন্দ্র বাদি আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামসহ ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৬ জনকে আসামি করে তানোর থানায় লিখিত অভি যোগ করেছেন।
স্থানীয়রা বলছে, এই অভিযোগ থেকে বাঁচ তেই আওয়ামী লীগ নেতা রফিকুল ও রেজাউল ইসলাম কথিত গাছের চারা নস্টের নাটক সাজিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযোগের সুরাহা না হতেই রাঁতে র আঁধারে, আবারো বিরোধপুর্ণ জমিতে মাটি ভরাট ও সাইনবোর্ড দিয়ে আম গাছের চারা রোপণ করেছে রফি কুল ও রেজাউল।যা রীতিমতো আইনের লঙ্ঘন ও দৌ রাত্ম্যে।আবার সেই গাছের চারা কে বা কারা রাঁতের আঁধারে ভেঙে দিয়েছে। কিন্ত্ত রফিকুল ও রেজাউল গং যুবদল নেতা শরিফ উদ্দিন মুন্সীকে সরাসরি দায়ি করছে। স্থানীয়রা বলছে, রাতের আঁধারের ঘটনা তদন্ত না করেই যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ উঙ্খাপন করায় এটাই প্রমাণ হয় তারা শরিফ মুন্সীকে ফাঁসিয়ে বসে আনতে ও ভোটের মাঠে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উদ্দেশ্যে প্রণোদিতভাবে গাছের চারা ভাঙ্গার নাটক করেছে।
কারণ শরিফ মুন্সী ভাঙতে চাইলে রোপণের দিন বা পরদি ন ভাঙ তে  পারতেন।আসলে রফিকুল ও রেজাউল মাম লা থেকে বাঁচতে নাটক করেছে।এছাড়াও সমস্যার সমা ধান না প  র্যন্ত  প্রশাসন বিরোধপুর্ণ জায়গায় উভয় পক্ষকে যেতে নিষেধ করেছেন।
তাহলে রফিকুল ও রেজাউল কি শক্তির বলে ওই জায় গায় গাছের চারা রোপণ ও মাটি ভরাট করেছে ?
এদিকে এঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে,
শরিফ উদ্দিন মুন্সীর দাবি তিনি জায়গা বায়নামা করার পর সাবেক ইউপি চেয়ারম্যান মসলেম উদ্দিন প্রামানিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ দিলিপের পরিবারের উপস্থিতিতে জায়গা বুঝে নিয়ে,সেখানে বেড়া দিয়ে ঘিরে হার্ডওয়্যার-স্যানেটারি সামগ্রীর গুদাম হিসেবে ব্যবহার করছেন।তিনি বলেন,এলাকার সবাই জানেন ওই জায় গা শরিফ উদ্দিন মুন্সীর।
তাই জায়গা কেনার আগে লিগ্যাল নোটিশ বা তাকে অব।গত করা উচিৎ ছিল। এছাড়াও তার দখল যদি অবৈধ হয় তাহলে রফিকুল ও রেজাউল আদালত বা আইনের আশ্র য় নিতে পারতেন, তা না করে গত ৩০ আগস্ট শনিবার তারা বহিরাগত লোকজন নিয়ে ভাঙচুর ও রাতের আঁধা রে তার মালামাল লুট করেছে এতে তার প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।এছাড়াও ৩১ আগস্ট রোববার দুপু রে তার লোকজন লুট হওয়া মালামালের অবস্থা দেখতে গেলে রেজাউল ও রফিকুল তার লোকজনকে শারীরি কভাবে লাঞ্চিত করেছেন।অন্যদিকে এসব অভিযোগ অস্বীকার করে রেজাউল ইসলাম বলেন,তিনি বৈধভাবে জায়গা কিনেছেন, কাগজ-কলমে জায়গা না পেলে তিনি নিবেন না।তার জায়গা বুঝে নিতে তিনি বেড়া ভেঙ্গে তার সীমানা ঘিরতে গিয়েছিলেন, তবে প্রশাসন নিষেধ করায তিনি জায়গা ঘেরা থেকে বিরত ছিলেন।
পরে জায়গার মালিক (বিক্রেতা) তাকে জায়গার দখল বুঝিয়ে দিয়েছেন।
এ ঘটনায়  দু’পক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার কামা রগাঁ ইউনিয়নের (ইউপি) জেল নম্বর-১৮৪, মালশিরা মৌ জার, খতিয়ান নম্বর ৩১৬, দাগ নম্বর ৬৬৩ ও ৬৬৪,শ্রেণী চাতাল, পরিমাণ ২০ দশমিক ৩৩ শতক।
পৈতৃক সুত্রে এই সম্পত্তির মালিক দিলিপ কুমার। কিন্ত্ত গত ২০১২ সালের ১০ ডিসেম্বর বিক্রয়-কবলা রেজিষ্ট্রি দলিলের মাধ্যমে দিলিপ কুমার তার স্ত্রী লিপি রানী ও পুত্র সেতু কুমার মন্ডল দিয়েছেন।
এদিকে দিলিপ কুমার ওই সম্পত্তি বিক্রি করার কথা বলে (তিনশ’ টাকার নন- জুডিশিয়াল স্ট্যাম্পে বায়নামা করে) যুবদল নেতা শরিফ উদ্দিন মুন্সীর কাছে থেকে ২২ লাখ টাকা নিয়েছেন।
শরিফ উদ্দিন মুন্সী ওই সম্পত্তি টিনের বেড়া দিয়ে ঘিরে সেখানে হার্ডওয়ার ব্যবসার মালামাল রাখার গুদাম করে ভোগদখল করে আসছেন। বায়নামায় বলা হয়েছে, চাতা লের দক্ষিন পার্শ্বের মেইন সড়ক সংলগ্ন ফাঁকা ০.২০৩৩ একর জমির দাম তৎকালীন সময়ে শতক প্রতি দেড় লাখ টাকা হিসেবে সর্বমোট ৩০ লাখ ৪৯ হাজার ৫০০ টাকা নির্ধারণ করে গত ২০১৬ সালের ৩ অক্টোবর সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মুখে উক্ত জমির বায়না বাবদ নগদ ২২ লাখ টাকা গ্রহণ করেন। এবং বাঁকি টাকা রেজি ষ্ট্রির পরে নেয়ার কথা।
সম্পত্তি বিক্রির জন্য দিলিপ  দুদি ন শরিফ মুন্সীকে রেজি ষ্ট্রি অফিসে নিয়ে গিয়ে দলিল লেখার পর রেজিষ্ট্রি  না দিয়ে কৌশলে পালিয়ে গেছে।
এদিকে গত ১৮ আগস্ট মির্জাপুর গ্রামের আলাউদ্দিন আলীর পুত্র রেজাউল ইসলাম গোপণে রেজিস্ট্রি দলিলের মাধ্যমে দিলিপের স্ত্রী ও পুত্রের কাছে থেকে ওই সম্পত্তি ক্রয় করেছেন।
অথচ নীতিমালা অনুযায়ী বিবাদমান বা কারো দখলীয় সম্পত্তি ক্রয় করতে হলে গ্রহীতাকে অবশ্য ই পত্রিকায় লিগ্যাল নোটিশ প্রকাশ করার পাশাপাশি  দখলদারকে অবগত করার বাধ্যবাধকতা রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৩০ আগষ্ট শনিবার রেজাউল ইসলাম ও তার ভাই আওয়ামী লীগ নেতা রফিকুল ইস লাম  বহিরাগত লোকজন নিয়ে জোরপুর্বক শরিফ উদ্দিন মুন্সীর দেয়া বেড়া ভেঙে সে বাঁশের খুটি দিয়ে সম্পত্তির সীমানা নির্ধারণ করে।
এদিকে লিখিত অভিযোগে বলা হয়েছে, বাদী মেসার্স জাহারা এন্টারপ্রাইজের (স্বত্বাধিকারীরা  শরিফ উদ্দিন মুন্সি) ম্যানেজার পাশাপাশি তার জায়গা-জমি দেখাশুনার দায়িত্ব পালন করে আসছি।
অভিযোগে উল্লেখ  ১নং, ২নং ও ৫নং বিবাদীর মতামতের ভিত্তিতে বায়নাকৃত জায়গার উপর একটি গোডাউন ঘর নির্মাণ করিয়া উক্ত গোডাউন ঘরে হার্ডওয়ার ও স্যানেটা রি সামগ্রী রাখা হয়।
গোডাউন ঘর নির্মাণের পর হইতে ২নং হইতে ৫নং বিবা দীগণ পর্যায়ক্রমে আমার মালিককে জানান যে, বায়না নামার উক্ত জমি ২০১২ সালে ১নং বিবাদী তাহার ছেলে ও স্ত্রীকে অর্থাৎ ২নং ও ৫নং বিবাদীকে দলিল মূলে রেজি স্ট্রি করিয়া দিয়াছে।
অতঃপর আমার মালিক ১নং বি বাদীকে এই ব্যাপারে বলিলে ১নং বিবাদী জানান যে, আমার স্ত্রী ও সন্তানদের দ্বারা বায়নাকৃত জমি আপনার মালিককে রেজিস্ট্রি করি য়া দেওয়ার ব্যবস্থা করিয়া দিবো।
 যাহার কারণে আমি বায়নাকৃত জায়গায় ঘর বা গোডা উন করার অনুমতি প্রদান করিয়াছি। অপরদিকে ২নং হইতে ৫নং বিবাদীগণ উপরোক্ত বিবাদীগণসহ অজ্ঞা তনামা বিবাদীগণদেরকে সঙ্গে নিয়ে যোগসাজস করে গত ৩০ আগস্ট সকালে আমার মালিককে বিভিন্ন ধরণের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয় এবং পূর্বপরি কল্পি তভাবে আমার মালিকের ভোগ-দখলীয় সম্পত্তির উপরে থাকা গোডাউন ঘর ভাংচুর শুরু করেন।এসময় বাদি তা দের  নিষেধ করা মাত্রই ২নং বিবাদীর হুকুমে অন্যান্য বি বাদীগণ তাকে এলোপাথাড়ি ভাবে মারপিট করে জোর পূর্বক গোডাউন ঘরসহ ঘরের যাবতীয় মালামাল ভাংচুর করে। অন্যদিকে বিবাদীগণ  বিভিন্ন সময়ে আমার মালি কের গোডাউনে অনাধিকারে প্রবেশ করে গোডাউনে থা  কা প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুটপাট ভাঙচুর ও লুটপাট করেছে।

About admin

Check Also

হরিণাকু-ুতে বাসের ধাক্কায় এক ইজিবাইক যাত্রী নিহত

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ঢাকাগামী গোল্ডেন লাইনের একটি বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী সোহাগি খাতুন (৪৬) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *