আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে নবাগত উপজেলা সহকারী কমি শনা র (ভুমি) শিব শংকর বসাকের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ ক রেছেন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।
জানা গেছে, গত ১৯ অক্টোবর রোববার উপজেলা সহকা রী কমিশনারের (ভুমি)কার্যালয়ে শিব শংকর বসাককে উপজেলা জামায়াত নেতৃবৃন্দ ফুল দিয়ে গুভেচ্ছা জানান ও সৌজন্যে সাক্ষাৎ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওঃ আলমগীর হোসেন, নায়েবে আমির আনিসুর রহ মান,পাঁচন্দর ইউপি আমির মাওঃ জুয়েল রানা ও চাঁন্দু ড়িয়া ইউপি সম্পাদক শরিযতুল্লাহপ্রমুখ।
প্রসঙ্গত, তানোর উপজেলা ভূমি অফিসে দীর্ঘ সাড়ে ৫ মাস পর নতুন সহকারী কমিশনার (ভুমি) হিসেবে যোগ দান করেছেন শিব শংকর বসাক।গত বৃহস্পতিবার ১৬ অক্টোবর তিনি যোগদান করে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খানের কাছে থেকে দায়িত্ব বুঝে নেন।#
Bartabd24.com সব খবর সবার আগে
তানোর সহকারী কমিশনারের সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ