আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : পশ্চিম বগুড়ার আদমদিঘী উপজেলার কালাইকুড়ি গ্রামের সম্ভ্রান্ত পরিবার এবং এলাকায় দীর্ঘদিনের দেশের সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির নেতৃত্ব দেওয়া পরিবারের সুশিক্ষিত সন্তান ও ভদ্র নম্র প্রকৃতির উদীয়মান যুবক মিজানুর রহমান জিকোকে বগুড়া উপজেলা যুবদলের নবগঠিত কমিটিতে সদস্য পদে নির্বাচিত করায় বিএন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,বগুড়া জেলা এবং কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আদম দিঘী উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিক দল স্বেচ্ছা সেবক দল ছাত্রদল সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আদমদীঘি উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক এস এম জুয়েল রানা বলেন মিজানুর রহমান জিকোর দাদা মরহুম আব্দুল মজিদ তালুকদার ছিলেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি আদমদীঘি উপজেলা ছাতিয়ানগ্রাম ইউপির একটানা (৪০) বছর চেয়ারম্যান এবং বগুড়া ৩৮-৩ আদমদিঘী-দুপচাঁচিয়া আসনের পর পর তিন বারের সংসদ সদস্য ছিলেন।
মজিদ তালুকদারের তৃতীয় ছেলে আব্দুল মোমেন তালুকদার খোকা একটানা ১০ বছর ছাতিয়ান গ্রামের ইউপির চেয়ারম্যান এবং বগুড়া ৩ আদম দিঘী-দুপচাঁচিয়া আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। মিজানুর রহমান জিকোর পিতা আব্দুল মহিত তালুকদার দুইবার ছাতিয়ান গ্রামের ইউপির চেয়ারম্যান ও আদম দিঘী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন এবং বর্তমানে তিনি আদমদিঘী উপজেলা বিএনপির সভাপতি। তার ছোট ভাই মোত্তাকি তালুকদার মুক্তা ও ছাতিয়ানগ্রাম ইউপির চেয়ারম্যান ছিলেন।
ফলে এলাকার সকল রাজনৈতিক দলের সচেতন নেতাকর্মীরা জানান, বর্তমান রাজনৈতিক সংকপূর্ণ সময়ে এমন রাজনৈতিক পরিবারের সুশিক্ষিত উদীয়মান যুবক মিজানুর রহমান তালুকদার জিকোকে বগুড়া জেলা যুবদলের সদস্য পদে নির্বাচিত করায় আদমদিঘী উপজেলার বিএনপি যুবদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল চোদলসহ এ রঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী বিএনপির ভার প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া জেলা ও কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মিজানুর রহমান তালুকদার জিকো বগুড়া জেলা যুবদলের সদস্য হওয়ায় অনেকে ফেসবুকে লিখে ছেন ভয়নাই ভয়নাই এগিয়ে যা-ও আমরা আছি তোমার সাথে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নে তোমার নেতৃত্বে জেগে উঠবে সবাই।
এই প্রত্যাশা জানিয়েছে সান্তাহার পৌর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ মাজেদ বলেন একজন সুশিক্ষিত সুনাগরিকে যুবদলে র সদস্য পদে নির্বাচিত করায় আমরা গর্বিত এবং আনন্দিত। #
তারেক জিয়া ও বগুড়া জেলা বিএনপিসহ
কেন্দ্রীয় যুবদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ