সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার তালায় বখাটে প্রেমিক এক যুবকের প্রতারনার শিকার হয়ে দশম শ্রেণির এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ছে। বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় তালা উপজেলার হরিহরনগর গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় প্রতারক প্রেমিক তাফসির গাজীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, তালা উপজেলার হরিহরন গর গ্রামের বিল্লাল গোলদার এর মেয়ে দশম শ্রেণির স্কুল ছাত্রী সাইমা আক্তার জ্যোতি (১৫) এর সাথে পাশর্^বর্তী শাহাপুর গ্রামের সাইফুল গা জী ’র ছেলে তাফসির গাজীর (১৭) প্রেমের সম্পর্ক ছিল। সম্প্র তি তাফসির গাজী প্রেমিকা জ্যোতিকে নিয়ে খুলনায় বেড়াতে নিয়ে যায়।
সেখানে গিয়ে জ্যোতির কাছে থাকা নগদ টাকা ও স্বর্নালংকার হাতিয়ে নিতে তাফসির গাজী এক বান্ধবীর বাসায় জ্যোতিকে রেখে সটকে পড়ে।
এঘটনার পর নিরুপায় হয়ে বিষয়টি জ্যোতি তার আত্মীয়-স্বজনদের জানায়।
পরে পরিবারের লোকজন মঙ্গলবার জ্যোতিকে খুলনা থেকে বাড়িতে নিয়ে আসেন।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর রহমান জা নান, খুলনা থেকে জ্যোতিকে বাড়িতে ফিরিয়ে আনার পরদিন বুধবার সন্ধ্যায় ক্ষোভে, অভিমানে নিজ ঘরের মধ্যে গলাই ফাঁস দেয়। বিষয়টি বাড়ির লোকজন জানতে পেরে তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎস্যক তাকে মৃত ঘোষনা করেন।
তিনি আরো জানান, আত্মহত্যার আগে জ্যোতি একটি চিরকুটে বিভিন্ন ঘটনার বিষয় লিখে গেছে। এঘটনায় জ্যোতির পিতা বিল্লাল গোলদার বাদী হয়ে তালা থানায় বখাটে তাফসির গাজীসহ অজ্ঞা ত ৩/৪ জনকে আসামী করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকা লে ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদও হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *