মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ দলীয় আদর্শ ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি নেতা ডা. এক রামুল বারী টিপুর সঙ্গে সকল রাজনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে মান্দা উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার প্রসাদপুর বাজার আম বাগানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন উপজেলা বিএনপির নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধার ণ সম্পাদক মো. বেলাল হোসেন খান।
তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসা নের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমা নের নেতৃত্বে দল ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। কিন্তু ডা. একরামুল বারী টিপু সাম্প্রতিক
সময়ে দলীয় নেতৃত্বকে পাশ কাটিয়ে বিভ্রান্তিকর বক্তব্য ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন। তিনি উপজেলা ওইউনিয়ন বিএনপি নেতাদের অবহিত না করে বিভিন্ন সভা-সমাবেশকরছেন এবং গণমাধ্যমে মিথ্যা তথ্য উপস্থাপন করছেন।
সম্প্রতি একটেলিভিশন সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন যে ফ্যাসিবাদবিরোধীআন্দোলনে তার বিরুদ্ধে সাতটি নাশ কতার মামলা হয়েছিল, যা সম্পূর্ণমিথ্যা। বাস্তবে তিনি আ ওয়ামী লীগ ও সরকারের ঘনিষ্ঠদের সঙ্গেসুসম্পর্ক বজায় রেখে নিরাপদ জীবনযাপন করেছেন, তার বিরুদ্ধে কখ নওরাজনৈতিক মামলা হয়নি। লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, ইকরামুলবারী ২০০৪ সালে সংগঠিত তৎকালীন মান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি মুনসুর মৃধা হত্যা মামলার এক নম্বর আসামি ছিলেন। পরেআওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সুপারিশে মামলাটি প্রত্যাহারেরআবেদন করেন।
তাছাড়া ৫ আগস্টের পর বিল মান্দা এলাকায় ১৮ একর জমিদখলের অভিযোগেও তিনি জড়িত ছিলেন, যা নিয়ে স্থানীয়রামানববন্ধনসহ গণমাধ্যমে প্রতিবাদ জানিয়েছে।
বেলাল হোসেন খানবলেন, ২০০৫ সালে সংস্কারপন্থী হয়ে বিকল্পধারায় যোগ দেন এবংপ্রার্থী হন ইকরামুল বারী। ২০০৮ সালের নির্বাচনে তিনি বিএনপিরধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরোধিতা করে আওয়ামী লীগ প্রার্থী ইমাজ উদ্দিন প্রামানিককে প্রকাশ্যে সমর্থন দেন।
সংবাদ সম্মেলনেউপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফি কুল ইসলাম চৌধুরী বলেন,তারেক রহমান বারবার ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ বিএনপি গঠনের নির্দেশনাদিলেও ডা. টিপু তা উপেক্ষা করে সংগঠনবিরোধী ও মিথ্যাচা রমূলককর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
এতে দলের ভাবমূর্তি ও ঐক্য মারাত্মকভাবেক্ষতিগ্রস্ত হচ্ছে। ডা. একরামুল বারী টিপুর আদর্শবিরোধী কর্মকা ণ্ড,মিথ্যাচার ও শৃঙ্খলাভঙ্গের দায়ভার মান্দা উপজেলা বিএনপি কোনোভাবেইবহন করবে না। তাই তার সঙ্গে সকল রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করারসিদ্ধান্ত নিয়েছে মান্দা উপজেলা বিএনপি পরিবার/
সংবাদ সম্মেলনেঅন্যদের মধ্যে উপজেলা বিএনপির স ভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটিরসদস্য এম এ মতিন, সিনিয়র সহ-সভাপতি নাজমুল হক নাজু, সহ-সভাপতি রফিকুল ইসলাম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ইসলামবাদল প্রমুখ। সংবাদ সম্মেলনে করা অভিযোগের বিষয়ে ইকরামুল বারীরমুঠোফোন একাধিকবার কল করা হলেও রিসিভ না হওয়ায় তার মন্তব্য জানাযায়নি। ক্ষুদে বার্তা পাঠিয়েও তিনি কোনো উত্তর দেননি।
Bartabd24.com সব খবর সবার আগে
1xbet giri?i http://www.1xbet-7.com .
1xbet giri? adresi 1xbet giri? adresi .
1xbet t?rkiye giri? 1xbet-9.com .
Hi there Dear, are you in fact visiting this website daily,
if so then you will definitely take fastidious knowledge.