আকিমুল ইসলাম চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত পরোয়ানাভুক্ত আসামি রবিন মোল্লা রবিউল ইসলামকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
সে দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের হল্ট স্টেশন পাড়া রহমান মোল্লার ছেলে।
শুক্রবার (০২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে গোপন সংবা দের ভিত্তিতে দর্শনা থানা পুলিশ এ অভিযান চালায়।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান (পিপিএম-সেবা) জানান, দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহার নেতৃত্বে একদল পুলিশ দর্শনা থানাধীন দক্ষিন চাঁদপুর হল্ট স্টেশন পাড়া এলাকায় ছদ্মবেশ ধারণ করে অভিযান পরিচালনা করে।
এসময় পুলিশ বিমান বন্দর থানার ৬৫(০৫)২০১৬ নাম্বার মাম লায় বিজ্ঞ আদালতের ৩০ জানুয়ারি ২০২৪ সালের রায়ে যাব জ্জীবন সাজাপ্রাপ্ত এবং ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি রবিন মোল্লা রবিউল ইস লামকে গ্রেফতার করতে সক্ষম হয়।
দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।