আকিমুল ইসলাম চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদার বাড়াদি সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে বিএসএফের ছোড়া গুলিতে এক বাংলাদেশী যুবকে সর্বাঙ্গ ঝলসে গেছে বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২৮ মে) দিবাগত রাত ৩টার দিকে ঘটনাটি ঘটে ছে। বিএসএফের গুলিতে আহত যুবককে ২৯ মে বুধবার ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রবিউল হোসেন দামুড়হুদা উপ‌জেলার সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামের মৃত করিম মোল্লার ছেলে।
স্থানীয় গ্রামবাসিরা জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা দামুড়হুদা সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামের মৃত করিম মোল্লার ছেলে রবিউল হোসেন বাড়াদি সীমান্তের ৭৯/৮০ পিলারের কাছ দিয়ে চোরাইপথে ভারতে প্রবেশ করে গভীর রাতে ফিরে আসছিল।
এ সময় বিজয়পুর ক্যাম্পের টহল বিএসএফের সামনে পড়লে তারা ৫/৬ রাউন্ড ছররা গুলি বর্ষন করে।
বিএসএফের ছোড়া গুলিতে রবিউল হোসেন মারাত্বক আহত অবস্থায় সীমান্তপার হয়ে চলে আসে। পরে পরিবারের লোক জন তাকে বুধবার ভোরে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
স্থানীয় ইউ পি মেম্বার মো: চঞ্চল বলেন, আমি সকালে শুন তে পেলাম গ্রামবাসীদের মুখে গত রাতে সীমান্তে গুলির শব্দ শুনেছে অনেকে।
এ বিষয়ে বাড়াদি ক্যাম্পের টহল কমান্ডার নায়েক সুবেদার আবুল বাসার জানান, এ বিষয়ে বিকাল ৫টার দিকে ৭৯/৮০ পিলারের কাছে বিএসএফের সাথে পতাকা বৈঠকের আহ বান জানানো হয়েছে।
দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, বাড়াদি সীমান্ত বর্তি গ্রাম এলাকা পরিদর্শন করেছি, গ্রাম ও এলাকা বাসি জানালেন ঐদিন গভীররাতে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *