সুভাষ দাশ তপন, শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শারদীয় দুর্গাপূজায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ব্রিফিং প্যারেড করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মাঠে শ্রীমঙ্গল থানার আয়োজনে ব্রিফিং প্যারেড অনুষ্টিত হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদারের সঞ্চালনায় ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার পরিদ র্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপির অফিসাসহ শ্রীমঙ্গল পূজা মন্ডপের নিরাপত্তায় নিয়জিত আইনশঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।