আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দূর্গাপুজাকে সামনে রেখে মাদক পাচারকারীও সীমা ন্ত পথের চোরাকারবারীরা সক্রীয় হয়ে উঠেছে।
একশ্রে নীর মাদক পাচারকারীও চোরাকারবারীরা এখন মাদক ও চোরাই পণ্য বহনে সহজ পথ হিসাবে রেলপথকে বেঁেছ নিয়েছে।
ওইসব মাদক পাচারকারীও চোরাকারবারীরা ভারতের হিলি সীমান্ত পথ দিয়ে হেরোইন,ফেন্সিডিল, এ্যাম্পুল ইনজেকশন বিভিন্ন ব্যান্ডের মদ, গাজাসহ সকল প্রকার মাদক এবং চো রাকারবারীরা পটকা সিঁদুর শাড়ী, থ্রীপীচ, কম্বলসহ হরেক রকমের প্রসাধনী সামগ্রী বহন করে উত্তরাঞ্চল থেকে ঢাকা, খুলনাও রাজশাহীগামী আন্তঃ নগরসহ রকেইট মেইল ট্রেনে বহন করে প্রথমে,পাঁচবিবি,জয়পুহাট,আক্কেরপুর ও সান্তাহার জংশন স্টেশন হয়ে বগুড়া, নওগাাঁ, সিরাজগঞ্জ, নাটোরসহ দেশের বিভিন্নস্থানে নিয়ে যাচ্ছে বলে একাধিক সুত্রে জানা গাছে।
জানাযায়,পাঁচদিন ব্যাপী সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার উৎসবকে সামনে রেখে মাদক পাচারকারীও সী মান্ত পথের চোরাকারবারীরা এখন সক্রীয় হয়ে উঠেছে।
একশ্রেনীর মাদক পাচারকারীও চোরাকারবারীরা এখন নিরা পদ পথ হিসাবে ট্রেন পথকে বেঁেছ নিয়েছে। তরা ভারতে
বিভিন্ন সীমান্ত পথ দিয়ে অবৈধভাবে অবাধে হেরোইন, ফেন্সি ডিল,এ্যাম্পুল ইনজেকশনসহ বিভিন্ন প্রকার মাদক এবং চো রাকারবাররিা পটকা, সিঁদুর,শাড়ী,থ্রীপীচ, কম্বলসহ হরেক রকমের প্রসাধনী সামগ্রী নিয়ে আসছে। ওইসব মাদক পাচা রকারীও চোরাকারবারীরা প্রথমে ভারতের বিভিন্ন সীমান্তের অবৈধপথে ওইসব অবৈধ মালামাল বের কওে রেলপথ দিয়ে পাঁচবিবি, জয়পুহাট, আক্কেরপুর ও সান্তাহার জংশন স্টেশন হয়ে বগুড়া, নওগাাঁ, সিরাজগঞ্জ, নাটোরসহ দেশেরবিভিন্স্নে নিয়ে যাচ্ছেন। মাদক পাচারকারীও সীমান্ত পথের চোরা কা রবারীরা সক্রীয় হয়ে উঠার কারন হিসাবে সচেতন মহল রেল পুলিশের নিরবতাকে দায়ী করেছেন। #