শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা: দেশব্যাপী বিএনপি’র সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপ- রাজনীতির বিরুদ্ধে শুক্রবার বিকাল পাঁচটায় শৈলকুপা চৌরাস্তা মোড়ে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শৈলকুপা পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী আশরাফুল আজমের সভাপতিত্বে এ শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বিশ^াস বিল্ডার্সের ব্যাপস্থাপনা পরিচালক ও কালবেলা পত্রিকার প্রকাশক আলহাজ¦
নজরুল ইসলাম দুলাল। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সরোয়ার জাহান বাদশা,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার কায়সার টিপু,সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক বিশ^াস,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশরা ফুল ইসলাম খোকন, পৌর মৎস্যজীবী লীগের সভাপতি ফারুক হোসেন,শহিদুল ইসলাম টুলু প্রমুখ।সভায় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।