যশোর প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে যশোর প্রেস ক্লা বে সোমবার (১১ নভেম্বর)  দৈনিক যশোর বার্তা পত্রিকার ২য় তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও র‌্যালীর আয়ো জন করা হয়।
র‌্যালী শেষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত ব্য রাখেন জনাব মো রাশেদুল ইসলাম, সাবেক মহাপরি চালক, এনজিও বিষয়ক ব্যুরো(সচিব গ্রেড_১) গণপ্র জাতন্ত্রী বাংলাদেশ সরকার।
দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনি ধি রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব হারুন জামিল, হেড অব নিউজ, ঢাকা মেইল, জনাব জাহিদ হাসান টুকুন, সভাপতি প্রেস ক্লাব যশোর, জনাব এস এম তৌহিদুর রহমান সাধারণ সম্পাদক প্রেসক্লাব যশোর ,মবিনুল ইসলাম মবিন সম্পাদক দৈনিক গ্রামের কাগজ, আলমগীর মতিন চৌধুরী সাবেক সম্পাদক দৈনিক অর্থনীতির কাগজ।
অতিথিরা বক্তব্যে বলেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে যশোর বার্তা ।
দীর্ঘ এক বছর অতিক্রম করে ২য় বছরে পদাপর্ণ করে ছে পত্রিকাটি। পত্রিকাটি সামনের দিনে সমাজ উন্নয়নে আরও ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ অনুষ্ঠানে সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করেন মো শিহাব উদ্দিন প্রকাশক ও সম্পাদক দৈনিক যশোর বার্তা।
সম্পাদক তার বক্তৃতায় তুলে ধরেন প্রত্রিকাটি পাঠকের কাছে পৌঁছাতে তার কষ্টের কথা।
একই সাথে ধন্যবাদ জানান যশোর বার্তায় কাজ করা সকল সাংবাদিকদের।
এছাড়াও আরও বক্তব্য রাখেন বিভিন্ন অতিথি ও নিজ প্রত্রিকার সাংবাদিকরা।
আলোচনাসভায় বক্তারা বলেন যশোর বার্তা পত্রিকা আমাদের সকলের পরিচি ত এক সুনাম ধন্য পত্রিকা।
বহুদিন আগে থেকে পত্রিকাটি বিভিন্ন বিষয়ে নিউজ কভারেজ করে আসছে। তারা পত্রিকার সাফল্য কামনা করেন।
One thought on “দৈনিক যশোর বার্তার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ঊদযাপন”

Comments are closed.