Breaking News

নওগাঁয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্য নিয়ে র‌্যালি, আলোচনা সভা, মহড়াসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নওগাঁয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৯টায় সদর উপ জেলা চত্বর থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সহ যোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকা ণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিতহয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। আলোচনা সভায় বক্তব্য রাখে ন- জেলা ত্রাণ ওপুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকিরহোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমানসহ প্রমুখ। এসব কর্মসূচিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহ বেসরকারি সংস্থা রেড ক্রিসেন্ট, স্কাউট সদস্যরা অংশ নেয়।

এদিকে নওগাঁর আত্রাইয়ে “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি
দুর্যোগ” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ
প্রশমন দিবস পালন করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভা গের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান সড়ক প্রদ ক্ষিন করে।

র‌্যালী শেষে আত্রাই ফায়ার স্টেশনের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া দেখান।পরে উপজেলা পরিষদ স ভাকক্ষে আলোচনা সভা হয়।

অনুষ্ঠানে ডাসকো ফাউন্ডেশন, অগ্রযাত্রা প্রকল্প, আত্রাই অংশগ্রহণ করেন।

About admin

Check Also

হরিণাকু-ুতে বাসের ধাক্কায় এক ইজিবাইক যাত্রী নিহত

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ঢাকাগামী গোল্ডেন লাইনের একটি বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী সোহাগি খাতুন (৪৬) …

One comment

  1. নওগাঁয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত