মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁয় ইঁদুর নিধন অভিযান শুরু হয়েছে।
বুধবার দপুর ১টায় নওগাঁ খামার বাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁ ও সদর উপজেলা কৃষি অফিস যৌথভাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নওগাঁ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা
প্রশাসক মোঃ গোলাম মওলা।
অনুষ্ঠানে ইঁদুরের নানাবিধ ক্ষতিকর দিক তুলে ধরে বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন,কীটনাশক কোম্পানি প্রতিনিধি শাহিনুর রহমান এবং ইঁদুর হান্টার আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বলা হয় বাংলাদেশে ১২ প্রজাতির ইঁদুর সনাক্ত হয়েছে। এসব ইঁদুর প্রতি বছর ৭ লক্ষ মেট্রিকটন ফসল বিনষ্ট করে। ৫শ কোটি টাকার সম্পদ নষ্ট করে।