মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁ জেলায় ২ লক্ষ ৫৬ হাজার ৭৮৮ পরিবারের মধ্যে ২ হাজার ৫৬৭ দশমিক ৮৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। ২০২২-২০২৩ অর্থবছরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ খাদ্যশস্য সহায়তা প্রদান কর্মসূচির আওতায় এই পরিমাণ চাল বরাদ্দ দেয়া হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সাবরিনা আক্তার জানিয়েছেন জেলার ১১ টি উপজেলার ৯৯ টি ইউনিযন এবং তিনটি পৌরসভায় উল্লেখিত পরিমাণ চাল বরাদ্দ দেয়া হয়েছে।
উপজেলা ভিত্তিক ভিজিএফ প্রাপ্ত পরিবার এবং বরাদ্দকৃত চালের পরিমাণ হচ্ছে আত্রাই উপজেলায় ১৫,২৭৩ পরিবারের অনুকুলে ১৫২.৭৩০ মেট্রিক টন, বদলগাছি উপজেলায় ১৭,১১৪ দশমিক ২৩০ টি পরিবারের অনুকূলে ১৭২.৩০০ মেট্রিক টন, ধামইরহাট উপজেলায় ১১, ৪৪৩ টি পরিবারের অনুকূলে ১১৪ দশমিক ৪৩০ মেট্রিক টন, মান্দা উপজেলায় ৩১২২৯ টি পরিবারের অনুকূলে ৩১২.২৯০ মেট্রিক টন, মহাদেবপুর উপজেলায় ২৮, ৫২৬টি পরিবারের অনুকুলে ২৮৫.২৬০ মেট্রিক টন, নওগাঁ সদর উপজেলায় ১৯৯৯৩ টি পরিবারের অনুকূলে ১৯৯.৯৩০ মেট্রিকটন, নিয়ামতপুর উপজেলায় ৩৯, ৯৫৭ টি পরিবারের অনুকূলে ৩৯৯.৫৭০ মেট্রিক টন, পতœীতলা উপজেলায় ১৮,৪১৪টি পরিবারের অনুকুলে ১৮৪.১৪০ মেট্রিকটন, পোরশা উপজেলায় ২১,৬৫৩টি পরিবারের অনুকুলে ২১৬.৫৩০ মেট্রিকটন, রানীনগর উপজেলায় ১৪,৮২৫টি পরিবারের অনুকুলে ১৪৮. ২৫০ মেট্রিকটন এবং সাপাহার উপজেলায় ২৫,৯২২টি পরিবারের অনুকুলে ২৫৯.২২০ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছে।

অপরদিকে জেলার ৩টি পৌরসভার মধ্যে নওগাঁ পৌরসভায় ৪,৬২১টি পরিবারের অনুকূলে ৪৬.২১০ মেট্রিকটন, নজিপুর পৌরসভায় ৪,৬২১ টি পরিবারের অনুকুলে ৪৬.২১০ মেট্রিকটন এবং ধামইরহাট পৌরসভায় ৩,০৮১টি পরিবারের অনুকুলে ৩০.৮১০ মেট্রিকটন চাল বরাদ্দ দেযা হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সাবরিনা আকতার জানিয়েছেন বরাদ্দকৃত ভিজিএফ-এর চাল এ সম্পর্কিত উপজেলা কমিটির মাধ্যমে যথারীতি পরিবার প্রতি ১০ কেজি করে বিতরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। আগামী সপ্তাহের মধ্যে বিতরন কার্যক্রম সম্পন্ন হবে বলে তিনি জানান।

 

One thought on “নওগাঁয়  ঈদ উপলক্ষে ভিজিএফ: ২লক্ষ ৫৫ হাজার ৭৮৮ পরিবারকে ২৫৬৭.৮৮ মেট্রিকটন চাল বরাদ্দ”
  1. ২লক্ষ ৫৫ হাজার ৭৮৮ পরিবারকে ২৫৬৭.৮৮ মেট্রিকটন চাল বরাদ্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *