মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ সদর আসনে আওয়ামী লীগের দুইজন মনোনয়ন প্রত্যাশী একই মঞ্চে দাঁড়িয়েছেন।
তারা শুক্রবার বিকালে নওগাঁ শহরের রজাকপুর ৯নং ওয়ার্ডের তুলশিগঙ্গা এলাকায় আওয়ামী লীগের সকল নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন। আওয়ামী লীগের দুইজন মনোনয়ন প্রত্যাশীরা হলেন- নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী, শাকিল আহম্মেদ বাদল, যুবলীগ নেতা রায়হান আলী, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আমানুজ্জামান শিউল, মহিলা আওয়ামী লীগের সম্পাদক শিরিন আক্তারসহ পৌর আওয়ামী লীগের ৯নং ওয়ার্ডের সকল নেতাকর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তব্যে তারা বলেন, তারা একই সাথে দুইজন মাঠে নেমেছেন নৌকাকে জয়লাভ করানোর জন্য। তারা একে একে প্রতিটি ওয়ার্ডে সকল আওয়ামী লীগ নেতা-কর্মীদের সাথে মত বিনিময় সভা করবেন।