Breaking News

নওগাঁয় এনথ্রাক্স প্রতিরোধে সচেতনতামূলক সভা

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁয় এনথ্রাক্স বা তড় কা রোধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনু ষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকালে সদও উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায়সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন।

এসময় বক্তব্য রাখেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী,সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক অহম্মেদ রাজা, পৌরবি এন পির সভাপতি মিজানুর রহমান, সদর উপজেলা প্রা ণিস ম্পদঅফিসার আমিনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের সর কারি কর্মকর্তা,স্থানীয় জনপ্রতিনিধি, মাংস ব্যবসায়ীরা। সভায় বক্তারা বলেন, তড়কাএনথ্রাক্স) একটি ভয়াবহ সংক্রামক ব্যাধি, যা সংক্রমিত পশু থেকেমানুষের শরীরে ছড়াতে পারে।

তাই পশু জবাইয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা করাজরুরি। এছা ড়া জবাই ও মাংস প্রক্রিয়াজাতের সময় গ্লাভস, অ্যা প্রন,মাস্কসহ প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করা উচিত। জবাইকৃত পশুযে রোগমুক্ত তার প্রত্যয়ন থাকতে হবে। এনথ্রাক্স প্রতিরোধে সচেতনতাবৃ দ্ধি সবচেয়ে গুরুত্ব পূর্ণ। এসময় তড়কা রোগ প্রতিরোধেসম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং স্বাস্থ্যবিধি মেনেমাংস প্রক্রিয়াজাতকরণে সচেতন হওয়ার আহ্বান জানান।

(

About admin

Check Also

কালীগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির সমাবেশ ও র‌্যালী

হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে উপজেলা বিএনপি’র জনসভা ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *