মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁ জেলার বিভিন্ন বাজা রে বর্তমানে কাঁচা মরিচ ভোক্তা পর্যায়ে ৩২০ টাকা কেজি বি ক্রি হচ্ছে।
মাত্র দু’দিনের ব্যাবধানে কাঁচা মরিচের খুচরা মূল্য প্রতি কে জি ৮০ টাকা কমে গেছে। দু’দিন আগে প্রতি কেজি কাঁচা মরিচ ৪০০ টাকায় বিক্রি হচ্ছিল।
বর্তমানে বাজার অনুসারে কৃষক থেকে ভোক্তা পর্যায়েকাঁচা মরিচ পৌঁছতে মধ্যবর্তী ব্যবসায়ী’র হাতে যাচ্ছে কেজি’তে
৬০ থেকে ৭০ টাকা।
নওগাঁ জেলার সবচেয়ে বেশি কাঁচা মরিচ উৎপাদিত হয় মহা দেবপুর, বদলগাছী, সদর এবং মান্দা উপজেলায়। চলতি গ্রী ষ্ম মওসুমে মোট কাঁচা মরিচ উৎপাদিত হয়েছে ৯৬৫ হেক্টর জমিতে । উল্লেখিত পরিমাণ
জমি থেকে এ মওসুমে মোট ১৯৩০ মেট্রিকটন মরিচ উৎপা দিত হয়েছে।
মহাদেবপুর উপজেলার মহাদেবপুর, চকগৌরী, মাতাজীহা টসহ বিভিন্ন হাট, বদলগাছী উপজেলার বদলগাছী, কোলা, ভান্ডারপুরসহ বিভিন্ন হাট, সদর উপজেলার কিত্তীপুর, সোম বারীসহ বিভিন্ন হাট এবং মান্দা উপজেলার প্রসাদপুর, সতি হাটসহ বিভিন্ন হাটে কৃষক পর্যায়ে ২৫০থেকে ২৬০ টাকায় বিক্রি হয়েছে। ব্যাবসায়ীরা
এসব হাট থেকে ২৫০থেকে ২৬০ টাকা মরিচ ক্রয় করে নও গাঁ জেলা সদরে সহ বিভিন্ন হাট বাজারে ৩২০ টাকা কেজি মরিচ সাধারণ ভোক্তাদের নিকট বিক্রিকরছেন। ব্যবসায়রা প্রতি কেজি মরিচ বিক্রি করে ৬০ থেকে ৭০ টাকা লাভ তুলে নিচ্ছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁ’র উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ বলেছেন গ্রীষ্মকালীন মরিচ প্রায় শেষ পর্যায়ে।
এইমরিচ শেষ হতে হতেই শীতকালীন মরিচ বাজারে আসতে শুরু করবে।
মরিচের মূল্য আপনা থেকেই কমে যাবে। জেলায় ৮৫০ হেক্টর জমিতে শীতকালীন মরিচ চাষ হচ্ছে। মূল্য সহনীয় পর্যায়ে চ লে আসবে।