মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বানিজ্য মন্ত্রনালয়ের বিশেষ টাস্কফোর্স- এর অভিযান পরিচালিত হয়েছে। এই টীমে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ এম ইরফান উদ্দিন।
শুক্রবার বেলা সাড়ে ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত নওগাঁ
শহরের পাইকারি ও খুচরা কাঁচা বাজার, ডিমের পাইকারি ও খুচরা বাজার, মুরগি বাজার এবং মুদির দোকান গুলোতে বাজার মূল্য মনিটরিং করা হয়। নানা অসামঞ্জস্য থাকায় চা রটি ব্যাবসা প্রতিষ্ঠানের আর্থিক জরিমানা করা হয়।
অভিযান চলাকালীন পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার জন্য মেহেদী গুড় ঘর ও আজিজার মূর্তি ঘর এবং প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরব রাহ না করারজন্য বিপ্লব ঘড় ও মোরশেদ সবজি ভান্ডারের আর্থিক জরিমানা করা হয়।
এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাকিব বিন জামান প্রত্যয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকা রী পরিচালক মো: রুবেল আহম্মেদ, সিনিয়র উপজেলামৎস্য কর্মকর্তা ডক্টর মোঃ বায়েজিদ আলম, উপজেলা প্রাণী ম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আমিনুলইসলাম উপস্থিতছিলেন।
ক্যাব নওগাঁ এবং জেলা পুলিশের একটি চৌকস টীঅভিযান
পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে।মামুন পারভেজ হিরা নওগাঁ জেলা সংবাদদাতা