মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতি পাদ্য নিয়ে নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বিআরটিএ নওগাঁ সার্কেলের সহযোগি তায় জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকা লে বালু ডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাস কের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথির সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক, নিরাপদ সড়ক চাই নওগাঁ জেলা শাখার সভাপতি ও নওগাঁ জেলা
প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, জেলা সড়ক পরি বহন মালিক গ্রুপের সভাপতি সৈয়দ রেজাউল মোস্ত ফা, জেলা ট্রাক পরিবহন মালিক গ্রুপের সমন্বয়ক আহসান হাবিব, ট্রাফিক ইন্সপেক্টর শাফিউল আলম, বিআরটিএ নওগাঁ’র সহকারী পরিচালক শাহজামান হক, মোটরযান
পরিদর্শক মোহাম্মদ আফতাবুল ইসলামসহ অন্যার্যরা বক্তব্য রাখেন।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহন মালি ক-শ্রমিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি ও ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।
Bartabd24.com সব খবর সবার আগে
1xbet ?ye ol http://www.1xbet-giris-2.com .
xbet xbet .