মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁয় ৫২তম জাতীয় সম বায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নওগাঁ জেলা সমবায় দপ্তর এক আলোচনাসভার আয়োজন করে। শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলো চনাসভায় সভাপতিত্ব করেন

জেলা সমবায় অফিসার খোন্দ কার মনিরুল ইসলাম। জেলা প্রশাসক মো: আব্দুল আউয়াল প্রধান অতিথি হিসেবে আ লোচনা করেন। বিশেষ অতিথি ছি লেন নওগাঁ’র পুলিশ সু পার মোঃ কুতুব উদ্দিন।

সমবায় দিবসের গুরুত্ব এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সমবায়ী প্রতিষ্ঠান ও সমবায়ীদের উন্নয়নে দিক নির্দেশ নামু লক বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রবিন শীষ। এ অনুষ্ঠানে নওগাঁ জেলার বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের চে য়ারম্যান,এমডি, সম্পাদকসহ, সদস্য, কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সমবায় ক্ষেত্র গুরুত্বপূর্ণ অবদান রাখায় সমবায়ী প্রতিষ্ঠান ও সমবায়ীদের পুরস্কৃত করা হয়।