মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ “সাবধানে চালাবো গাড়ী, নিরাপদে ফিরবো বাড়ী“ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় দিনব্যাপী পেশাজীবি গাড়ী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমুলক প্রশিক্ষন ২০২২-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট এর প্রতিনিধিজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্টেট মো. ইকবাল আহমেদ।
শনিবার সকালে শহরের টিটিসি মিলনায়তনে জেলা প্রশাসনের সহযোগিতায় বিআরটিএ নওগাঁ সার্কেল এর আয়োজন করেন। প্রশিক্ষনে অন্যান্যের মধ্যে সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ আশিষ কুমার সরকার, ট্রাফিক ইন্সপেক্টর বিকর্ন কুমার চৌধূরী, বিআরটিএ এর সহকারী পরিচালক হারুন অর রশীদ, নিরাদ সড়ক চাই এর জেলা সভাপতি সাংবাদিক রায়হান আলম, বিআরটিএ এর নওগাঁ সার্কেলের মোটরযান পরিদর্শক ফয়সাল হাসান প্রমুখ বক্তব্য রাখেন। দিনব্যাপী প্রশিক্ষনে ২০০ জন পেশাজীবি চালক অংশ গ্রহন করেন।#