Breaking News

নওগাঁয় ধানের শীষের পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ বৃহষ্পতিবার সকাল থেকে নওগাঁ পৌরসভার বিভিন্ন জনবহুল স্থান, অলি-গলি, বিভি ন্ন পাড়া-মহল্লায় ও বাড়ি বাড়ি গিয়ে নওগাঁয় ধানের শীষের পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে নওগাঁয় গণ সংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

২০১৮সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে র বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএ নপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলুর নেতৃত্বে নেতাক র্মীরা গণসংযোগ করে এ লিফলেট বি তরণ করেন।

এসময় নেতাকর্মীরা সাধারণ পথচারী, দোকানদার ও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি তুলে ধরছেন ভোটারদের সামনে।

এছাড়াও গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিতকরণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনের শাসন প্রতিষ্ঠার মতো বিষয় গুলো জনসাধারনের মাঝে তোলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে দে শের মানুষের সেবা করার সুযোগের আহ্বান জানাচ্ছেন নেতাকর্মীরা।

লিফলেট বিতরণ শেষে বিএনপি নেতা জাহিদুল ইসলাম ধলু বলেন, আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র সংস্কারের ৩১ দফার রূপরেখা প্রণয়ন করেছেন। এই ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কার নয়, এটি রাষ্ট্র পুনর্গঠনের একটি পূর্ণাঙ্গ রূপরেখা। যেখানে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, অর্থনী তি ও সুশাসন-সব ক্ষেত্রেই বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরছি প্রতিদিনই।

এই ধরনের জনসংযোগমূলক কার্যক্রমের মাধ্যমে বিএ নপির দলীয় প্রতীক ধানের শীষকে জনগণের মধ্যে আর ও বেশি গ্রহণযোগ্য করে তোলাই আমাদের মূল লক্ষ্য।

এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম ভিপি রানা, নওগাঁ পৌর বিএনপির সাবেক সাধা রণ সম্পাদক নুরুন্নবী সাজা, পৌরসভার ৭নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, জেলা ছা ত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া হোসেন জাকির, সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহাসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

About admin

Check Also

কালীগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির সমাবেশ ও র‌্যালী

হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে উপজেলা বিএনপি’র জনসভা ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *