Breaking News

নওগাঁয় নতুনভাবে সার ডিলার নিয়োগে পুরনো ব্যবসায়ীদের অগ্রাধিকার দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ অনুমোদিত ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণসংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫’-কে স্বাগত জানিয়ে ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) নওগাঁর সার পরিবেশকেরা (ডিলার)।
তাঁদের মতে, নতুন নীতিমালা বাস্তবায়ন হলে দেশের কৃষি খাতে জ বাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত হবে। তবে নতুননীতিমালায় সার ডি লারদের বিক্রিয় কমিশন বৃদ্ধি, ভর্তুকীর সারে উৎস কর পরিহার এবং নতুন নীতিমালা অনুযায়ী সার ডিলার নিয়োগে বিএডিসির পুরনো সার ডিলারদের অগ্রা ধিকার দেওয়ার দাবি জানান তারা। বুধবার দুপুরে নওগাঁ শহরের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিএডিসির সার ডিলার সমিতি নওগাঁ জেলার ইউনিটের একাংশের নেতারা এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএডিসি সার ডিলার সমিতি নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি আশরাফুল ইসলা ম। তিনি বলেন, কৃষি খাতে সুশাসন ও কার্যকর ব্যবস্থাপনা নি শ্চিত করতে সরকারের অনুমোদিত সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমা লা-২০২৫-কে বিএডিসি সার ডিলাররা স্বাগত জানায়। এই নীতিমালা বাস্তবায়ন হলে মাঠপর্যায়ে ডিলার দের কার্যক্রম আরও সংগঠিত হবে। দেশের কৃষিখাতে জবাব দি হিতা ও স্বচ্ছতা নিশ্চিত হবে।
বিএডিসি সার ডিলারদের সম্পর্কে বাংলাদেশ রাসায়নিক শিল্প ক র্পো রেশনের বিসিআইসি) সার ডিলারদের সংগঠন বাংলাদেশ ফা র্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) নেতাদের নেতিবাচক প্র  চারণার প্রতিবাদ জানিয়ে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, নন-ইউ রিয়া সারের দাম বৃদ্ধির জন্য বিসিআইসি ডিলাররা বিএডিসি সার ডিলারদের দায়ী করে বক্তব্য দিয়েছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন। বিএ ডিসি ডিলাররা নিয়ম মেনে সরকারি নিদে র্শনা অনুযায়ী কৃষকদের মাঝেসুষ্ঠুভাবে সার বিতরণ করে যাচ্ছে।
বিভ্রান্তকর প্রচার শুধু বিভাজন সৃষ্টি করে, যা কৃষিখাতের সার্বিক উন্নয়নের পথে অন্ত রায়।
বিএডিসি সার ডিলার সমিতি নওগাঁ জেলা ইউনি টের একাংশের সভাপতি রফিকুল ইসলাম বলেন,এই নীতি মালায় বিএডিসি সার ডিলারদের বিক্রয় কমিশন ১০০ থেকে বাড়িয়ে ২০০ টাকা করতে হবে।যেসব বিএ ডিসি সার ডিলার দীর্ঘ দিন ধরে সার ডিলা  রশিপে র ব্যবসাকরছেন, তাদের ডিলারশিপ বহাল রাখতে হবে। অনুমো দিত নীতিমালা অনুযায়ী নতুনভাবে সার ডিলার নিয়োগে পুরনো ডিলারদের অগ্রাধিকার দেওয়া ও ভর্তুকীর সারে উৎস কর পরিহার করার দাবি জানাচ্ছি।

About admin

Check Also

ঝিকরগাছায় সাংবাদিকদের সাথে ইউএনওর সাথে মতবিনিময় সভা

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : ‎যশোরের ঝিকর গাছায় সম্মানিত সাংবাদিকবৃন্দের  সাথে সদ্য যোগাদান কৃত উপজেলা …