মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁয় বিজয়া দশমীর সকল আনুষ্ঠানিকতা শেষে ছোট যমুনা নদীতে দূর্গ প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে ৫দিনব্যপী শারদীয় দূর্গোৎসব শেষ হয়েছে।
সকাল থেকে মন্ডপে মন্ডপে বিজয়া দশমীর পূজা অর্চনা এং সিঁদুর খেলা শেষে দুপুরের পর থেকে বিভিন্ন মন্ডপ থেকে একে একে প্রতিমাগুলো এনে শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীতে নৌকায় তোলা হয়।
নওগাঁ শহরে অনুষ্ঠিত ৫৬টি প্রতিমাসহ পার্শ্ববর্তী সান্তাহারসহ বিভিন্ন উপজেলা থেকে বেশ কিছু প্রতিমা নদীতে নৌকায় উঠানো হয়।
প্রতিমার নৌকা ছাড়াও পারিবারিক, সাংগঠনিক, সামাজি কভাবে কমপক্ষে ২ শতাধিক নৌকায় করে হাজার হাজার নারী পুরষ শিশু যুবক আবালবৃদ্ধ নদীর বুকে নেমে আসেন।
দক্ষিনে শ্বশানঘাট দহের ঘাট এবং উত্তরে উকিলপাড়া ব্রীজ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার পর্যন্ত চলে নৌবিহার।
নৌকায় নৌকায় ঢাকের বাদ্যের সাথে মাইকসহ বিভিন্ন শব্দযন্ত্রে বাজতে থাকে বাংলা হিন্দি গানের সুর।
সব মিলিয়ে নদীতে সৃষ্টি হয় এক মনোমুগ্ধকর মনোরম দৃশ্য। এ দৃশ্য নদীর দুইপাড়ে বাঁধে, বিভিন্ন বাড়ির ছাদে বসে উপ ভোগ করেন আরও হাজার হাজার মানুষ।
দীর্ঘসময় নৌবিহার শেষে সন্ধ্যা ৭টার পর দহের ঘাটে প্রতি মাগুলো বসর্জন দেয়ার মধ্যে দিয়ে শেষ হয় এ বছরের শারদীয় দূর্গোৎসব।