Breaking News

নওগাঁয় বিএডিসি ও বিসিআইসি ডিলারদের মধ্যে সমতার ভিত্তিতে সার বরাদ্দ ও বিতরণের দাবি

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ সারের বরাদ্দ ব্যবস্থায় বিদ্যমান অসম বৈষম্য দূরীভূত করে সমতার ভিত্তিতে বিতরণ ও বরাদ্দ নিশ্চিত করার দাবি জানিয়েছেন নও গাঁর বিএডিসি সার ও বীজ ডিলার এসোসিয়েশনের
নেতারা।

এই দাবিতে বুধবার দুপুরে জেলা প্রশাসক মোহা ম্মদ আ ব্দুল আউয়ালের কাছে স্মারক লিপি দেন সংগঠনটির নেতারা।

এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কাছেও একই দাবিতে স্মারকলিপি দেন। তাদের দাবি বিএডিসি ও বিসিআইসি’র সার ডিলারদের মধ্যে বরাদ্দ ও বিতরণ ব্যবস্থায় বৈষম্য দূরীকরণপূর্বক সমতা প্রতিষ্ঠা র।

বিএডিসির নওগাঁর সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হুদা রেজাউন নবীর নেতৃেত্ব উপস্থিত ছিলেন সদর উপজেলার ডিলার খোরশেদ আলম, রাণীনগর প্র তিনিধি লোকমান আলী, আত্রাই প্রতিনিধি সুমন কুমার, মহাদেবপুর উপজেলার প্রতিনিধি আবুল কালাম আজাদ, বদলগাছী প্রতিনিধি খলিলুর রহমান, সাপাহার প্রতিনিধি গোপাল চন্দ্র, পোরশা প্রতিনিধি আব্দুল মান্নান ও নিয়াম তপুর প্রতিনিধি আশরাফুল ইসলামসহ অন্যান্য সার ডিলা ররা।

এসময় বিএডিসির জেলা সভাপতি রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর অনুমোদিত সার ডিলারগণ জেলার বিভিন্ন উপজেলা র সরকারি নীতিমালার আলোকে বহুদিন ধরে কৃষকদের নিকট সার বিতরণ করছি।

বর্তমানে সারের বরাদ্দ ও বিতরণ ব্যবস্থায় আমরা এক চরম বৈষম্যের শিকার হচ্ছি, যা আমাদের  পেশাগত কার্যক্রমকে মারাত্মকভাবে বিঘ্নিত করছে।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআ ইসি)-এর ডিলারগণকে ৪টি উৎস থেকে সার বরাদ্দ প্রদা ন করা হচ্ছে। অথচ আমাদের বিএডিসি’র সার ডিলা রদে র কেবলমাত্র বিএডিসি’র মাধ্যমে আমদানিকৃত নন-ইউ রিয়া সারের বরাদ্দ দেওয়া হচ্ছে।

আমাদের জন্য অন্য কোনো উৎস থেকে বরাদ্দ প্রদান করা হচ্ছে না। এতে সরকার কর্তৃক বিসিআইসি’র ডিলা রদের মতো সারের বরাদ্দ না দেওয়ার ফলে কৃষকদের
নিকট চাহিদা মোতাবেক সার সরবরাহ করতে পারিনা। যার কারণে আমরাবি এডিসি’র ডিলাররা একটি অসম ও অসুস্থ প্রতিযোগিতারসম্মুখীন হচ্ছি।

সারের বরাদ্দ ও বিতরণ ব্যবস্থায় এরুপ অসম বৈষম্য চলতেথাকলে দেশে খাদ্য উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার সম্ভাবনা সৃষ্টিহতে পারে এবং কৃষক ন্যায্যমূল্যে সার প্রাপ্তি হতে বঞ্চিত হবেন।

তিনি আরও বলেন, কৃষি মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত নভে ম্বর মাসের বরাদ্দপত্রেদেখা যাচ্ছে, বিএডিসি’র বরাদ্দের চাইতে বেসরকারিআমদানিকারকদের সারের বরাদ্দ বে শী প্রদান করা হয়েছে।

এতে করেএককভাবে লাভ হবে বিসিআইসি’র সার ডিলা রদের। বিএডিসি’রডিলারকে বেসরকারি সারের বরাদ্দ প্রদান করা হয় না। যা আমাদের প্রতিএকটি সুস্পষ্ট বৈষ ম্য এবং বৈপরীত্য তৈরি করছে।

সংগঠনটির সাধারণ সম্পাদক হুদা রেজাউন নবী বলেন,
বিসিআইসি’র ন্যায় বিএডিসি’র সার ডিলারদেরকেও বেসরকারি বরাদ্দসহ অন্যান্য উৎস থেকেও বিএডিসি ডিলারদের সার বরাদ্দ দেওয়া হলে মাঠপর্যায়ে কৃষকের দোরগোড়ায় সরকার নির্ধারিত মূল্যে ও যথাসময়ে সার সরবরাহ অব্যাহত রাখা সম্ভব। এজন্য আমাদের এই ন্যায্য দাবিগুলো বিবেচনায় এনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে কৃষি উৎপাদন, সার সরবরাহ এবং সারবাজার ব্যবস্থাপনায় ভারসাম্য ও স্বচ্ছতা নিশ্চিত হবে।

অন্যথায়, চলমান বৈষম্যর ফলে আমাদের সুষ্ঠুভাবে সার বিতরণ কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে না, যা কৃষি উৎপাদন ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে দাবি করেন তিনি।

About admin

Check Also

ঝিকরগাছায় সাংবাদিকদের সাথে ইউএনওর সাথে মতবিনিময় সভা

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : ‎যশোরের ঝিকর গাছায় সম্মানিত সাংবাদিকবৃন্দের  সাথে সদ্য যোগাদান কৃত উপজেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *