মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ ‘জনগণের জন্য ডাক: স্থানীয় পরি ষেবা, বৈশ্বিক পরিসর’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় বিশ্ব ডাক দিব স পালিত হয়েছে।
বৃহষ্পতিবার সকালে দিবসটি উপলক্ষে শহরের প্রধান ডা কঘরের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের মুক্তির মোড় হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাক ঘর চত্বরে গিয়ে শেষ হয়।
পরে প্রধান ডাকঘর হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভা অনু ষ্ঠিত হয়।
এসময় নওগাঁ প্রধান ডাকঘরের জেলা পোস্ট মাস্টার দিলিপ কু মার দাস, ইন্সপেক্টর সারোয়ার হোসেন, টাউন ইন্সপেক্টর সাদ্দাম হোসেনসহ নওগাঁ জেলায় কর্মরত ডাক বিভাগের অ ন্যান্য কর্ম কর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তার বলেন, ডাক বিভাগ একটি প্রাচীন যো গাযোগ মাধ্যম। বহুযুগ পেরিয়ে আজও আস্থার প্রতীক হয়ে মানু ষের সেবায় নিয়জিত ডাক সেবা। শহর থেকে গ্রামে র পোস্ট অ ফিসগুলোতে ডিজিটাল সেবা চালু হওয়ায় বেড়ে ছে গ্রাহকদের আগ্রহ।
ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভিআইপি সার্ভিস, ডিএমএস, আন্ত র্জাতিক পার্সেল সার্ভিসসহ নানামুখী ডিজিটাল সেবা দিয়ে যাচ্ছে পোস্ট অফিসগুলো।
Bartabd24.com সব খবর সবার আগে
নওগাঁয় বিশ্ব ডাক দিবস পালিত