Breaking News

নওগাঁয় বিশ্ব ডিম দিবস পালিত

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ ‘ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে।
দিবসকে উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রাণিসম্পদ কা র্যালয় সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয় পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রাণিসম্পদ কর্মক র্তা ডা: মো: মাহফুজার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পচিালক আবুলকালাম আজাদ, জেলা প্রে সক্লাবের সভাপতি রায়হান আলম, জেলা পোল্ট্রি এ্যাসোসিয়েন শ নের সভাপতি ওয়ালিউল ইসলাম, সদ র উপজেলা প্রাণিসম্পদ অ ফিসার আমিনুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
ডিমের পুষ্টিগুণ ও এর গুরুত্ব তুলে ধরেন বক্তারা বলেন, ডিম এমন একটি খাবার যাতে শরীরের প্রয়োজনীয় প্রায় সব ধর নের পুষ্টি উ পাদানই রয়েছে।
সহজলভ্য ও সাশ্রয়ী এই খাদ্যটি শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মা নুষের সুস্থতায় ভ‚মিকা রাখে।

About admin

Check Also

হরিণাকু-ুতে বাসের ধাক্কায় এক ইজিবাইক যাত্রী নিহত

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ঢাকাগামী গোল্ডেন লাইনের একটি বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী সোহাগি খাতুন (৪৬) …