মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ “সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান”এ প্রতিপাদ্যে নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতি থি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মাদ আব্দুল আউয়াল। নওগাঁ বিএসটিআই আঞ্চলিক উপ-পরিচা লক (মেট্রোলজি) মোঃ মোন্নাফ হো সেনের সভাপতিত্বে আ লোচনা সভায় বিশেষ অতিথি হিসে বে উপস্থিত ছিলেনন ও গাঁ সিভিল সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলি শ সুপার সদর সার্কেল ফৌজিয়া হাবিব খান প্রমূখ । উক্ত সভায় জেলার সরকারিক র্মকর্তা সহ উপজেলা নির্বাহী অফি সার ও বিভিন্ন দপ্তরেরক র্মকর্তাগণ উপস্থিত ছিলেন।