মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁয় রাষ্ট্রপতি মো: সাহা বুদ্দিন আহম্মেদ-এর পদত্যাগ চেয়ে বিক্ষোভ মিছিল ও সমা নবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার বেলা ১১ টায় নওগাঁয সরকারী কলেজ চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বেলা ১১ টা থেকে বিক্ষোভ সমাবেশ শুরু করেন তাঁরা।

এর আগে শহরের বিভিন্ন এলাকা থেকে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে সেখানে এসে জড়ো হন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহ ম্মেদ-এর পদত্যাগ, আওয়ামীলীগ ও ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে শ্লোগান দেন। আন্দোলনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা অংশ নেন।