মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ সারা দেশের মতো নওগাঁয় বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে গাছের চারা বিতরণ করা হয়েছে।

গ্রামীণ ব্যাংকের নওগাঁ যোনের ৭৯টি শাখার মাধ্যমে ব্যাংকের নিজস্ব সদস্য ও অন্যদের মাঝে ৯লাখ ২২ হাজার গাছের চারা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

দেশব্যাপী গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপন এই কর্মসূচির আওতায় প্রতিজন সদস্যদের মাঝে ১টি করে পেয়া রা, মাল্টা, কাঁঠাল ও মেহেগুনি গাছের চারাসহ মোট ৪টি গাছের চারা বিতরণ করা হচ্ছে।

মঙ্গলবার শহরের উকিলপাড়ায় গ্রামীণ ব্যাংকের বক্তারপুর শাখায় গাছের চারা বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন যোনাল ম্যানেজার মো. আবুল বাশার।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা গোপাল চন্দ্র পাল, অডিট অফিসার নরায়ন চন্দ্র মন্ডল, প্রোগ্রাম অফিসার ডাবুল হক, শাখা ব্যব স্থাপ ক দিপংকর সরকার, শাখার সকল সহক র্মীবৃন্দ।

প্রধানমন্ত্রীর সবুজ বাংলাদেশ গড়া প্রত্যয়কে
শতভাগ সফল করতে পুরো আগস্ট মাস জুড়ে দেশের সকল গ্রামীণ ব্যাংকের শাখা ও কেন্দ্র থেকে ব্যাংকের সদস্যসহ অন্যদের মাঝে এই গাছের চারা বিতরণ কার্যক্রম অব্যাহত রাখা হবে।

গাছ হচ্ছে পৃথিবীর হৃদপিন্ড তাই এই গাছের চারা গুলো রোপন করার পর নিজের সন্তানের মতো যতœসহকারে বড় করার প্রতি তিনি চারা প্রাপ্ত সকল সদস্যদের প্রতি অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *