মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁয় র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় র‌্যাবের তদন্ত টিমের একটি দল মৃত্যুবরণকারী সুলতানা জেসমিনের পরিবারের সাথে কথা বলেছেন। সোমবার বিকেলে তিনটা থেকে তদন্ত টিমের ওই দল সুলতানা জেসমিনের ভগ্নিপতি আমিনুল হক এবং সুলতানা জেসমিনের পুত্র সৈকতকে ডেকে নিয়ে কথা বলেছেন, পরিবারের সাথে কথা শেষ করে র‌্যাবের ওই দল সেখানে উপস্থিত সাংবাদিকদের দৃষ্টি এড়িয়ে কৌশলে পূর্ব থেকেই প্রস্তুত রাখা গাড়িতে উঠে দ্রুত সার্কিট হাউস ত্যাগ করে।
জেসমিনের ভগ্নিপতি আমিনুল হক সাংবাদিকদের বলেন গত ২২ মার্চ জেসমিনকে গ্রেফতারের পর নওগাঁ হাসপাতাল থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৪ মার্চ মৃত্যু পর্যন্ত যেহেতু আমি ও জেসমিনের ছেলে সৈকত ছিলাম সেহেতু এই সময়ের মধ্যে যা কিছু ঘটেছে তাই বর্ণনা আকারে আমাদের নিকট জানতে চেয়েছে তারা। তদন্ত টিম তাদের দু’জনের বক্তব্য লিখিত আকারে গ্রহণ করেছে।
এদিকে জেসমিনের ছেলে সৈকত সাংবাদিকদের কোন কথা বলতে রাজি হচ্ছিলনা। সৈকত আদালত র‌্যাব বা মায়ের মৃত্যু নিয়ে কিছু না বললেও মায়ের স্বপ্ন বাস্তবায়নে গ্রাজিয়েশন হওয়ার অদম্য ইচ্ছা প্রকাশ করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *