Breaking News

নওগাঁর আত্রাইয়ে যৌথ অভিযানে অবৈধ সুতি ও রিংজাল জব্দ

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁর আত্রাইয়ে উপজে লা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে অবৈধ সুতি ও রিংজাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় উপজে লার পুইসাওতা।খালে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্য মে এই জালগুলো জব্দ করা হয়।

পরে জব্দকৃত অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফে লা হয়। অভিযানটি পরিচালনা করেন আত্রাই উপ জেলা নির্বাহী অফিসার (ভা রপ্রাপ্ত) ও সহকারী কমি শনার (ভূ মি) মো. নূরে আলম সিদ্দিক।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, পুলিশ প্রসাশনসহ মৎস্য দপ্তরের অন্যান্য কর্মচারী। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান বলেন, দীর্ঘমেয়াদী মৎস্য সম্পদ সুরক্ষার জন্য অবৈধ জালের ব্যবহার বন্ধ করা অপরিহার্য।

এই জালগুলো ব্যবহারের ফলে মাছের ছোট পোনা থেকে শুরু করে বড় মাছও ধরা পড়ে, যা মৎস্য জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি।

তিনি স্থানীয় জেলে ও জনসাধারণের প্রতি অবৈধ জাল ব্যবহার বন্ধ করতে এবং মৎস্য সংরক্ষণ আইন মেনে চল তে আহ্বান জানান। পাশাপাশি সরকারের মৎস্য সম্পদ রক্ষার উদ্যোগে সকলের এগিয়ে আসারও অনুরোধ করে ন তিনি।

About admin

Check Also

ঝিকরগাছায় সাংবাদিকদের সাথে ইউএনওর সাথে মতবিনিময় সভা

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : ‎যশোরের ঝিকর গাছায় সম্মানিত সাংবাদিকবৃন্দের  সাথে সদ্য যোগাদান কৃত উপজেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *