মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ ৭৬তম আন্তর্জাতিক মানবাধিকার দিবসউপলক্ষে নওগাঁয় আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করাহয়।
মঙ্গলবার সকাল ৯টা থেকে মুক্তিরমোড়স্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরেইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন নওগাঁ জেলার আযোজনেসংগঠনের সহ-সভাপতি মাহফুজা এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদরমডেল থানার অফিসার্স ইনচার্জ নূরে আলম সিদ্দিকী।
আলোচনা করেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃকায়েস উদ্দিন, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন নওগাঁ’রসাধারণ সম্পাদক চন্দন কুমার দেব, পুতুল রানী ব্যানার্জি, আলমাসুদুর রহমান পলাশ এবং নুর নাহার সুষম সাথী। অপরদিকেমানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিশেষ র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সকাল সাড়ে১০টায় মুক্তির মোড় থেকে র্যালিটি বের হয়ে প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদমিনারে শেষ হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে আয়োজিত আ লোচনা সভায়সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বারিক ইসলাম বনি। অনুষ্ঠানেরউদ্বোধন করেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃকায়েস উদ্দি ন। প্রধান অতিথি হিসেবে আলোচনা করেনসাম্প্রদায়িক সম্প্রীতি ছাত্র যুব জনতা ঐক্য পরিষদ নওগা জেলার আহবাযক ও ছাত্র সমন্বয়ক মোঃ আরমান হোসেন। অন্যান্যের মধ্যেআলোচনা করেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার সিনিয়রসভাপতি ময়েজ খান এবং মানবাধিকারকর্মী নূর নাহার সুষমা সাথী।
নওগাঁয় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত