মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁয় বে-সরকারি উন্নয়ন সংস্থা আশার বিএ ম সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার শহরের ডানা পার্কে তিনটি ব্যা চে জেলার ৬০জ ন ম্যানেজারদেরঅংশ গ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়।
এসএমএপি প্রকল্পভুক্ত জেলায় টিএস এস পরিকল্পনা বাস্তবায়নে আয়োজিত সভায় আশার নওগাঁর ডিস্ট্রিক্ট ম্যানে জার টি এম আব্দুল হালিমের সভাপ তিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা বগুড়া ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার আবু খালেদ রাজু, আশার কৃষি বিভাগের সিনিয়র রিজনাল ম্যানে জার মোহাম্মদ সাইফুদ্দিনের প্রমুখ।
এসময় ম্যানেজারদের কৃষি বিষয়ে প্রশি ক্ষণ এবং বিভি ন্ন তথ্য প্রদান করা হয়। সেই তথ্যগুলো মাঠ পর্যায়ে আ শার সদ স্যদের মাঝে পৌছে দিয়ে প্রতিটি বাড়ির উঠান কিংবা পরিত্যাক্ত জায়গায় ফসল চাষে গৃহিণীদের উদ্বু দ্ধ করার প্রতি তা গিদ প্রদান করা হয়।