মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁয় পালিত হয়েছে গণতন্ত্র উৎসব।
বৃহষ্পতিবার সকালে সদর উপজেলা চত্বরে ফেষ্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহা ম্মদ আব্দুল আউয়াল।
পরে সেখান থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রদান সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা নাগরিক প্লাটফর্মের সভাপতি ফজলুল হক খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমা ন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হা ন আলম, সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল মান্নান, ডেমোক্রেসি ওয়াচের অর্থায়নে এবং রূ পান্তরের কারিগরি সহায়তায় পরিচালিত আস্থা প্রকল্পের জেলা সমন্বয়ক কামাল হোসেন।
এসময় বক্তারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় যুবদের ভূমিকা অপরিসী ম। সুশাসন প্রতিষ্ঠা, নাগরিকদের ভোটের অধিকার নিশ্চিতকর ণসহ বিভিন্ন সচেতন তার মাধ্যমে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এজন্য নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং সেগুলি প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এছাড়াও দিনব্যাপী এই উৎসবে ছিল বিভিন্ন সংগঠন ও যুব ফোরা মের স্টল, যুবদের উদ্যোগে নাটক পরি বেশন, গান, কুইজ ও ক্রী ড়া প্রতিযো গিতা, মুক্ত আ লোচনা, মক ভোটিং ও সাংস্কৃতিক অনু ষ্ঠান।
সমাজে শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি, সহনশীলতা, অহিংস সমাজ গঠন ও গণতন্ত্রের চর্চার বিষয়বস্তুকে কেন্দ্র করে একটি সচেতনতা কার্যক্র মের উদ্দেশ্য যুব ফোরাম ও জেলা নাগরিক প্ল্যাটফ র্মের আয়ো জনে এবং ডেমোক্রেসি ওয়াচের অর্থায় নে এই উৎসবটির আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *