মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁয় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের ক্ষুদ্রঋণ ও সামাজিক সুরক্ষা বিষয়ক ষাম্মাসিক কর্মশালা অনুষ্ঠিত হয়ে ছে।
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র এই কর্মশালার আয়ো জন করে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দিন ব্যাপী শহরের চকবাড়িয়া এলাকায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক জি আজমের সভা পতিত্বে প্রধান অতিথি হিসেবে উপ স্থিত ছিলেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উপ-প্রধান নির্বাহী আব্দুল হাকিম।
কর্মশালায় প্রশিকা বিদ্যানিকেতনের সভাপতি ও মানবিক উন্নয়ন কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক জসীম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতি থি হিসেবে উপ স্থিত ছিলেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের পরি চালক রিজুওয়ানুস শামীম রাজীব, পরামর্শক মোদাচ্ছের হোসেন মাসুম, উপ-পরিচালক মিজানুর রহমান, কেন্দ্রীয় ব্যবস্থাপক ফরিদ আহম্মদ, হারুন-অর-রশিদ ও সুজিত কুন্ডু।
কর্মশালায় নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, নাটোর, সিরা জগঞ্জ ও পাবনা জেলাসহ ৪৭টি শাখা অফিস এতে অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা ২৪ সালের জুলাই থেকে ২৫ সালের জানুয়ারি পর্যন্ত অর্জন ও পরবর্তী ৬মাসের পূন:পরিকল্পনায় সকল শাখা ব্যব স্থা তাদের শাখার মাসিক এচিভমেন্ট তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *