মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁ সদর উপজে লায় অসচ্ছল ও অসহায় সহস্রাধিক মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
শনিবার সকাল ৯টায় উপজেলার রামরায়পুর দিঘির পাড় উচ্চবি দ্যালয় মাঠে দিনব্যাপী এই চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অপরাজিতা ফাউন্ডেশনের উদ্যোগে সেখানে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের স্বাস্থ্যসেবা দেন।
দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎ সাসেবা দেন হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. কামরুজ্জামান, ফ্যা মিলি মেডিসিন ও ল্যাব মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আব্দুল মতি ন, নাবজা তক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডা. হোসনে আরা এবং প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. ইয়াস মিন আক্তার।
আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিনা মূল্যে চিকিৎসা সেবা নেওয়ার জন্য এর আগে এলাকায় আয়োজকদের পক্ষ থে কে মাইকিং করা হয়।
খবর শুনে সকালে সদর উপজেলার রামরায়পুর, শৈল গাছী, শিকারপুর, মকরামপুর, দরিয়াপুরসহ আশপা শের বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসেন মানুষজন।
চিকিৎসাসেবা পেতে এক হাজারের বেশি মানুষ নিববন্ধন করেন। আজ বিকেল ৫টা পর্যন্ত চিকিৎ সাশিবির চলবে।
দরিয়াপুর গ্রাম থেকে আসা গৃহবধূ জুলেখা খাতুন বলেন, ‘দীর্ঘদিন ধরে হাঁটু ও কোমরে ব্যথায় ভুগতে ছি। ব্যথা সারানোর জন্য ডাক্তা রের কাছে এসেছি লাম চিকি ৎসা নিতে।
খুুব সুন্দর পরিবেশে বিশেষজ্ঞ ডাক্তার বিনা মূল্যে চিকিৎসা দিলো। শহরে এই ডাক্তারকে দেখালে ছয়-সাতশ টাকা দিতে হতো।’
চিকিৎসা পেয়ে খুশি রামরায়পুর গ্রামের গৃহবধূ সন্তান সম্ভবা সাবি না আক্তার। তিনি বলেন, ‘বিনা মূল্যে এত ভালো সেবা পাওয়া যাবে, এটা ভাবতে পারিনি।
একজন গাইনি ডাক্তার চিকিৎসা দিলেন। বাড়ির পাশে এত বড় ডাক্তার বিনা মূল্যে সেবা দিলেন। এটা অনেক বড় উপকার।’
অপরাজিতা ফাউন্ডেশনের চেয়ারম্যান লন্ডনপ্রবাসী আব্দুল্লাহ আ ল হাসিব বলেন, ‘সদর উপজেলার রাম রায়পুরে আমার গ্রামের বাড়ি।
অনেক আগে থেকেই আমি ব্যক্তিগত পর্যায়ে এলা কার মানুষজ নকে সহায়তা করে আসছি। তবে এককভাবে মানুষকে সহায়তা করে তেমন তৃপ্তি পেতাম না।
আরও বেশি মানুষের কাছে মানবিক সহায়তা দেও য়ার লক্ষ্যে ২০২৪ সালের এপ্রিল মাসে সমমনা ব্যক্তিদের নিয়ে অপরাজিতা ফাউন্ডেশন নামের একটি সংগঠন গড়ে তুলি।
গ্রামীণ অসহায় মানুষদের সহযোগিতা করাই ফাউন্ডে শনের মূল লক্ষ্য।’
7 thoughts on “নওগাঁয় বিনা মূল্যে চিকিৎসাসেবা পেলেন সহস্রাধিক রোগী”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *