মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁ জেলার ১১টি উপজেলা ও ৩টি পৌরসভায় আগামী ১৫ মার্চ জাতী য় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
এদিন জেলায় ২ হাজার ৪২১ টি টিকা কেন্দ্রে ৫ হাজার ৯৩২ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে মোট ৩ লাখ ৫৭ হাজার ৬৭৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসু ল খাওয়ানো হবে।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বুধ বার দুপুরে নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ে গণমাধ্য ম কর্মীদের সাথে মতবি নিময় সভায় এসব কথা জানান সিভিল সার্জন ডা: মো; আমিনুল ইসলাম।
তিনি বলেন, এই কার্যক্রমের আওতায় ৬-১১ মাস বয়সী ৩৪ হাজার ৮০৬ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৩ লাখ ২২ হাজার ৮৭১ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়া নো হবে।
ভিটামিন ‘এ’ শিশুদের দৃষ্টিশক্তি সুরক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও অপুষ্টিজনিত সমস্যা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তাই সকল অভিভাবকদের ১৫ মার্চ নিকটস্থ টিকা কেন্দ্রে গিয়ে তাদে র সন্তানকে ক্যাপসুল খাওয়ানোর অনুরোধ করা হয়েছে
। এই ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডি য়ার সংবাদকর্মীরা।