মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁ জেলায় চলতি রবি ২০২২ -২৩ মওসুমে মোট ৮৪ হাজার কৃষককে ৪ কোটি ৬২ লক্ষ ৮০ হাজা র টাকা মূল্যের কৃষি প্রনোদ না প্রদান করা হয়েছে।
সরকারী ভাবে বিনামূল্যে দেয়া এই প্রনোদনার মধ্যে রয়েছে বীজ, ডিএপি সার এবং এমওপি সার।
প্রান্তিক কৃষকদের মধ্যে এসব প্রনোদনা বিতরন করা হয়েছে। প্রত্যেক কৃষককে ১ বিঘা জমির বিপ রীতে এই প্রনোদনা দেয়া হয়।
প্রনোদনাপ্রাপ্ত কুষকদের মধ্যে হাইব্রীড বোরো চাষীদের সংখ্যা ৪৪ হাজার এবং উন্নত ফলনশীল (উফশী) জাতের বোরো চাষীর সংখ্যা ৪০ হাজার।
জেলার ১১টি উপজেলায় উপজেলা ভিত্তিক প্রনোদনা বিতরনকৃত কৃষ কের সংখ্যা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় হাইব্রীড জাতের ৯১১০ জন ও উফশী জাতের ৩৫২০ জন, রানীনগর উপজেলায় হাইব্রীড জাতের ২৪৫০ জন ও উফশী জাতের ৪১৩০ জন, আত্রাই উপজেলায় হাইব্রীড জাতের ৯৩৮০ জন ও উফশী জাতের ৩৬০০ জন, বদলগাছি উপজেলায় হাইব্রীড জাতের ৯০০ জন ও উফশী জাতের ২৬২০ জন, মহাদেবপুর উপজেলায় হাই ব্রীড জাতের ৩৩ ২০ জন ও উফশী জাতের ৬২৫০ জন, পতœীতলা উপজেলায় হাইব্রীড জাতের ২৮১০ জন ও উফশী জাতের ৪৩০০ জন, ধামইর হাট উপজেলায় হাইব্রীড জাতের ৪১৩০ জন ও উফশী জাতের ৩৯৮০ জন, সাপাহার উপজেলায় হাইব্রীড জাতের ২০০ জন ও উফশী জাতের ১১৯০ জন, পোরশা উপজেলায় হাইব্রীড জাতের ১৯৮০ জন ও উফশী জাতের ১৭০০ জন, মান্দা উপজে লায় হাই ব্রীড জাতের ৭৬৩০ জন ও উফশী জাতের ৪০৬০ জন এবং নিয়া মতপুর উপজেলায় হাইব্রীড জাতের ২০৯০ জন ও উফশী জাতের ৪৬৫০ জন কৃষক।
সূত্র জানিয়েছে হাইব্রীড জাতের ৪৪ হাজার কৃষক কে প্রনোদনা হিসেবে শুধুমাত্র ২ কেজি করে বীজ বিনামুল্যে দেয়া হয়েছে।
প্রতি কেজি বীজের বাজার মূল্য ২৬০ টাকা হিসেবে ৮৮ হাজার বীজের মুল্য ২ কোটি ২৮ লক্ষ ৮০ হাজা র টাকা।
অপরদিকে উফশী জাতের বোরো আবাদকারী কৃষকদের প্রত্যেক কে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি করে এমও পি দেয়া হয়ে ছে। প্রত্যেক কৃষকের অনুকূলে প্রদত্ত এসব বীজ সারের মূল্য ৫৮৫ টাকা।
সেই হিসেবে ৪০ হাজার উফশী আবাদকারীদের দেয়া প্রনোদনার আর্থিক মূল্য ২ কোটি ৩৪ লক্ষ টাকা। সেই হিসেবে প্রনোদনা দেয়া বীজ ও সারের সর্বমোট আর্থিক মূল্য ৪ কোটি ৬২ লক্ষ ৮০ হাজার টাকা।
এদিকে নওগাঁ জেলায় চলতি বোরো মওসুমে লক্ষ্য মাত্রার চেয়ে অধিক জমিতে বোরো ধান চাষ করে ছেন কৃষকরা।
কুষি সম্প্রসারন অধিদপ্তর নওগাঁ’র উপ-পরিচালক কৃষিবিদ আবু ল কালা ম আজাদ জানিয়েছেন চলতি মওসুমে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয় ১ লাখ ৮৯ হাজার ১০০ হেক্টর জ মিতে।
সেখানে জেলায় মোট চাষ হয়েছে ১ লাখ ৯০ হাজার ৯৫০ হেক্টর জমি তে। সেই হিসেবে জেলায় চলতি মওসুমে ১ হাজার ৮৫০ হেক্ট র বেশী জমিতে বোরো আবাদ হয়েছে।
A8l4FHIgDH2
Oh9h0oOtvhL
HY2FOR3YCif
Vvg2ExzkuHd
GFWeCyYfmfi
5cR3DzM1Lh8
CsCXNS8g4OF
j3C9cvMb3al
XhAycN34myH
Oj3KGryn9of
o3lU4JDeVJu
21JSy1ZbbmL
FrvKOHMlA5X
InfpZPjoLU4
NY6gGkCFY7n
iM8oOVbSrzB
pInbgXBT0aP
QQF3UUqoNUE
ibh1LIgpuQL
i6WajHLoRJB
YvkJKZG8B8Z
S6I2ZaZsQy3
IrBHrVaK1i2
VS00b0CaBWz
ZdeCRkJneT8
TMgxJROkqY0
wPn9rNDvJyZ
lz40GjnZ1rX
GlN93gP12x9
PZpBZPBtSdQ