মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁর আত্রাইয়ের ভবানীপুর বাজারে ৮টি বাড়ি ও ২টি দোকানে সন্ত্রাসী কায়দায় বাড়ি-ঘর ভাংচুর, নগদ ১৫-২০ লাখ টাকা ও স্বর্নালংকার লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভি যোগ সূত্রে জানা গেছে, উপজেলার ভবানীপুর বাজা রের মৃত নজর উদ্দিন সরদারের ছেলে মোজাহার উদ্দি ন, আব্দুল জলিল মন্ডলের ছেলে মিলন হোসেন মন্ডল, মৃত মংলা সাহার ছেলে বেলাল সাহা, মৃত শুকুর প্রাম নিকের ছেলে হিরো ও সম্্রাট, মোহাম্মদ আলীর ছেলে তাজিম উদ্দীন রকেট, মৃত নজের উদ্দীনের ছেলে ভুট্টু, আলিম সরদারের মেয়ে মাসুদা বেগম, মৃত খয়ের আ লীর ছেলে লোকমান আলী পৃথক পৃথক ভাবে থানায় লিখিত অভিযোগ করেছেন।
তারা বলেছেন, পূর্বমিরা পুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে বায়েজিদ হো সেন নসিব, চৌধুরী ভবানী পুর গ্রামের আঃ জলিলের ছেলে সোহাগ হোসেন, মি র্জা পুর গ্রামের মমতাজের ছেলে জহুরুল ইসলাম, চৌধুরী ভবানীপুর গ্রামের মৃত জান্টুর ছেলে সুমন হো সেন ও কুমন, পূর্বমিরাপুর গ্রামের মোজাম্মেল হকে র ছেলে শিমুল, চৌধুরী ভবানীপুর গ্রা মের মৃত কলির ছেলে বেলাল হোসেন, হাতিয়াপাড়া গ্রামের মৃত আহাদ আলী র ছেলে মোঃ বানেজ,একই গ্রামের উজ্জল হোসেনের ছেলে মেহেদী হাসান, চৌধুরী ভবানীপুর গ্রামের মোস্তার ছেলে মিনহাজুল ইসলাম, মির্জা পুর গ্রামের খয়ের মল্লি কের ছেলে আঃ মজিদ মল্লিক, চৌধুরী ভবানী পুরগ্রা মের মৃত মানিকের ছেলে নিশা ন, ফুলবাড়ি গ্রামের ইমা রুলের ছেলে মোঃ আলেফ, মির্জাপুর গ্রামের ময়নুল ইসলামের ছেলে স্বপন, মৃত জোবার ছেলে আঃ আজি জ, সোনার ছেলে সোহান, পূর্বমিরাপুর গ্রামের জামাল হোসেনের ছেলে মিলন, হৃদয় হোসেন, আঃ রাজ্জাকের ছেলে আতিকুল ইস লাম, মৃত আকবর আলীর ছেলে মামুন হোসেনসহ অজ্ঞাতনামা ১০/১২জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগে তারা বলেন, উপরোক্ত আসামীরা পূর্বমিরাপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে বায়ে জিদ হোসেন নসিবের নেৃতত্বে পূর্বের জের ধরে গত শুক্রবার রাতে প্রত্যেকের বাড়িতে হামলা চালিয়ে লুট পাট করে নগদ ১৫ থেকে ২০ লাখ টাকা, আসবা বপত্র ভাংচুর করে।
প্রত্যক্ষদর্শী গৃহবধু পপি বেগম ও জুয়েল সরদার জানা য়, ঘটনার দিন রাত ৮টার দিকে বায়েজিদ হোসেন নসি বের নেৃতত্বে ২০/২৫জনের একদল সন্ত্রাসী বাজারে বসে থাকা অবস্থায় মৃত খয়ের আলীর ছেলে কামাল সরদার
ও তার ভাই একরাম সরদারের উপর আতর্কিত হামলা চালায়। এতে তারা গুরুত্বর আহত হলে তাদেরকে উপ জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেই।
এরপর তারা আবারো আধাঘন্টা পর পুনরায় এসে উপ রোক্ত ৮জনের বাড়িতে সন্ত্রাসী কায়দায় বাড়ি-ঘর ভাং চুর, নগদ ১৫-২০ লাখ টাকা লুটপাট করে।
শুধু তাই নয় ২টি দোকানের সকল মালামাল ও টাকা নিয়ে যায়।
তাদের সকলের হাতে ধারালো হাসুয়া, লোহার রড, জি আই পাইপ, চাইনিজ কোড়াল, হকেস্টিক ছিল।
আমরা তাদেরকে বাধা দিতে গেলে তারা বিভিন্ন প্রকার ভয়ভীতিসহ হত্যার হুমকি দেয়।
আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমি উনিটি মিডিক্যাল অফিসাার নাজমুল হক নাহিদ বলে ন, কামাল সরদারের অবস্থা খুব একটা ভালো নয়।
১৬টি সেলাই করা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রেফা র্ড করা হতে পারে।
আত্রাই থানার ওসি সাহাবদ্দীন বলেন, অভিযোগ পে য়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্তস্ব পে ক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *