লিখিত অভিযোগে তারা বলেন, উপরোক্ত আসামীরা পূর্বমিরাপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে বায়ে জিদ হোসেন নসিবের নেৃতত্বে পূর্বের জের ধরে গত শুক্রবার রাতে প্রত্যেকের বাড়িতে হামলা চালিয়ে লুট পাট করে নগদ ১৫ থেকে ২০ লাখ টাকা, আসবা বপত্র ভাংচুর করে।
প্রত্যক্ষদর্শী গৃহবধু পপি বেগম ও জুয়েল সরদার জানা য়, ঘটনার দিন রাত৮টার দিকে বায়েজিদ হোসেন নসি বের নেৃতত্বে ২০/২৫জনের একদলসন্ত্রাসী বাজারে বসে থাকা অবস্থায় মৃত খয়ের আলীর ছেলে কামাল সরদার ও তার ভাই একরাম সরদারের উপর আতর্কিত হামলা চালায়। এতে তারা গুরুত্বর আহত হলে তাদেরকে উপ জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেই।
এরপর তারা আবারো আধাঘন্টা পর পুনরায় এসে উপ রোক্ত ৮জনের বাড়িতে সন্ত্রাসী কায়দায় বাড়ি-ঘর ভাং চুর, নগদ ১৫-২০ লাখ টাকা লুটপাট করে।
শুধু তাই নয় ২টি দোকানের সকল মালামাল ও টাকা নিয়ে যায়।
তাদের সকলের হাতে ধারালো হাসুয়া, লোহার রড, জি আই পাইপ, চাইনিজ কোড়াল,হকেস্টিক ছিল।
আমরা তাদেরকে বাধা দিতে গেলে তারা বিভিন্ন প্রকার ভয়ভীতিসহ হত্যার হুমকি দেয়।
আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমি উনিটি মিডিক্যালঅফিসাার নাজমুল হক নাহিদ বলে ন, কামাল সরদারের অবস্থা খুব একটাভালো নয়।
১৬টি সেলাই করা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রেফা র্ড করা হতে পারে।
আত্রাই থানার ওসি সাহাবদ্দীন বলেন, অভিযোগ পে য়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্তস্ব পে ক্ষেপ্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।#