মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগায় বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আবৃত্তি পরিষদের প্রয়াত সাধারণ সম্পাদক রফিকুদ্দৌলা রাব্বী’র স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টা থেকে স্থানীয় আয়েজন হোটেল মিল নায়তনে আবৃ ত্তি পরিষদ এই স্মরন সভার আয়োজন করে।
আবৃত্তি পরিষদের সভাপতি ডাক্তার ময়নুল হক দুলদুল এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে আবৃত্তি পরিষদের সাবেক সভাপতি অব সরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, সাবেক সভাপতি অধ্যাপক তৌহিদ আহমদ, উপদেষ্টা অধ্যাপক আতাউল হক সিদ্দিকী, আবৃ ত্তি সমন্বয় পরিষদের ঢাকা অঞ্চলের সাংগঠনিক সম্পা দক আহ সানুল্লাহ তমাল, রাজশাহী অঞ্চলের সাং গঠনিক সম্পাদক শরীফ আহমেদ বিল্টু, নওগাঁ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ নবির উদ্দিন, আবৃত্তি পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক মোঃ কায়েস উদ্দিন, আহবায়ক কমিটির সদস্য রেজাউল বাশার মতি, সহস ভাপতি এ্যাড. জাহাঙ্গীর ইসলাম বুলবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মনোয়ার হোসেন লিটন, সাধারণ সম্পাদক মাগ ফুরুল হাসান বিদ্যুৎসহ আবৃত্তি পরিষদ এবং স্থানীয় বিভিন্ন সামা জিক ও সাংস্কৃতিক সংগঠন সমূহের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আনুষ্ঠানে প্রয়াত রফিকুদ্দৌলা রাব্বী’র জীবদ্দশায় নির্দেশনা দেয়া আবৃত্তি প্রযোজনা ” শানিত উচ্চারণ আনুক শান্তির পৃথিবী”পরিবে শন করেন আবৃত্তি পরিষদের কলাকুশলীরা।
বর্তমানে প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন নওরিন শারমিন।