মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁয় ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি প্রকল্পের স্থানীয় সরকারের সাথে প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিল নায়তনে ব্র্যাক জেলা ব্যবস্থাপক কৃষ্ণাকলি রেমার সঞ্চালনায় এবং ব্র্যাক জেলা সমন্বয়ক স্বপণ কুমার মিস্ত্রির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফি সার ইবনুল আবেদিন। জার্মানী ডেভেলপমেন্ট ব্যাং কের সহযোগীতায় এবং ক্লাইমেট ব্রিজ ফান্ড এর অর্থায়নে সভায় বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অফিসার মো.নাহিদ হাসান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ওয়াসিউর রহমান, অফিসার ইন চার্জ নূরে আলম সিদ্দি কী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো.মাহবুবুর রহমানসহ স্টার প্রকল্পের প্রশিক্ষনরত লার্নার, এমসিপি, টিটি, পিয়ার লিডারবৃন্দ।
সভায় উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদিন দক্ষতা উন্নয়ন কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন এবং নওগাঁতে এ কর্মসূচি চলমান রাখতে উপজেলা প্রশা সনের সহযোগীতার আশ^াস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *