চলতি রবি/২০২৪-২০২৫ মওসুমে ২১ হাজার ২৭০হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নিয়ে কৃষকরা তাদের জমিতে আলুর বীজ রোপন শুরু করেছেন।
জেলার মাঠে মাঠে চলছে জমি তৈরি এবং হিমাগার থেকে আলুর বীজ নিয়ে এসে সেসব জমিতে রোপন করার কাজ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালামআজাদ জানিয়েছেন নওগাঁ জেলার সবগুলো উপজেলাতেই আলুর চাষ হলেওনওগাঁ সদর, রানীনগর, আত্রাই, বদলগাছি, মান্দা, মহাদেব পুর, ধাম ইরহাট উপজেলায় সর্বাধিক আলু চাষ হয়ে থাকে।
কৃষি বিভাগ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী চলতি মওসুমে উপজেলাভিত্তিক আলু চাষের নির্ধারিত লক্ষ্যমাত্রা হচ্ছে নওগাঁ সদর উপজেলায়১৯৫০ হেক্টর, রানীনগর উপজেলায় ১৫৭০ হেক্টর, আত্রাই উপজেলায় ২৭২৫ হেক্টর,বদলগাছী উপজেলায় ৩০৬০ হেক্টর,মহাদেবপুর উপজেলায় ১৮০৫ হেক্টর,পত্নীতলা উপজেলায় ১৪৩০ সেক্টর, ধামইরহাট উপজেলায় ২১০৫ হেক্টর,সাপাহার উপজেলায় ৮৮০ হেক্টর, পোরশা উপজেলায় ৫৫০ হে ক্টর, মান্দা উপজেলায় ৩৯৪০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ১২৫৫ হেক্টর।
স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা গেছে প্রতি হেক্টর জমি থেকে প্রায় ১৮. ৮২ মেট্রিকটন আলু উৎপাদনের সম্ভা বনা রয়েছে। সেই হিসেবে এই চলতি রবি মওসুমে জে লায় মোট ৪ লক্ষ ৩০১ মেট্রিকটন আলু উৎপাদিত হবে।