মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচ নের ৩য় ধাপে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলায়। এই নির্বাচনে রাণীনগর উপজেলা পরি ষদ চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জেলার সর্বকনিষ্ঠ নতুন মুখের তরুন প্রার্থী উপজেলা আ’লীগের সদস্য মো: রাহিদ সরদার। অপরদুটি পদেও নতুন মুখের প্রার্থী বিজয়ী হয়েছেন।

এই বিজয়ের মধ্যদিয়ে রাহিদ সরদার সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি রাণীনগরের ইতিহাসের পাতায় নিজের নাম লিখাতে সক্ষম হলেন।

গত বুধবার (২৯ মে) উপজেলার ৭০টি কেন্দ্রের ভোট গ্রহণ শেষে রাতে বেসরকারী ভাবে ফলাফল ঘোষণা করেন উপ জেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা উম্মে তাবাসসুম।

এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন মোট আ টজন প্রার্থী। এদের মধ্যে তুমুল লড়াই হয় দুই নতুন মুখের
তরুন প্রার্থী সাবেক এমপি ও উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান আলহাজ্ব মো: আনোয়ার হোসেন হেলা লের ছেলে মো: রাহিদ সরদার এবং সাবেক এমপি মরহুম ইসরাফিল আলমের ভাতিজা ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মো: আসাদুজ্জামান আসাদের মধ্যে।

এই পদে শতকরা ভোট পড়েছে ৪১.৭০ভাগ। নির্বাচনে মো: রাহিদ সরদার কাপ-পিরিচ প্রতিকে ভোট পেয়েছেন ২৩৪৬৪ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরেক নতুন মুখে র তরুন প্রার্থী মো: আসাদুজ্জামান আসাদ কৈ মাছ প্রতি কে ভোট পেয়েছেন ১৪৫৪৮ ভোট। আর আনারস প্রতিক নিয়ে ১০৩৭৫ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন মো: আনোয়ার হোসেন বিএ।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন মোট সাত জন প্রার্থী। এই পদে শতকরা ভোট পড়েছে ৪১.৭০ভাগ।

এদের মধ্যে চশমা প্রতিকে ১৬৪১৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন প্রদ্যুত কুমার প্রামাণিক।

তার নিক টতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: জার্জিস হাসান মিঠু টিউবয়েল প্রতিকে ১২০৪৮ ভোট পেয়েছেন।

আর উড়োজাহাজ প্রতিকে ১০৯২৫ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন মো: সাদেকুল ইস লাম।

অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করে ন মোট পাঁচজন প্রার্থী। এই পদে শতকরা ভোট পড়েছে ৪১.৬ ৯ভাগ।

পদ্ম ফুল প্রতিকে ৩২১৩৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজ য়ী হয়েছেন মোছা: রুমা বেগম।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোছা: মর্জিনা প্রজাপ্রতি প্রতি ক নিয়ে ১৩০২ ০ ভোট পেয়েছেন।

আর হাঁস প্রতিকে ৮১২৯ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন
ফরিদা বেগম। বিজয়ী নতুন মুখের তরুন চেয়ারম্যান মো: রাহিদ সরদার অনুভ’তি ব্যক্ত করতে গিয়ে বলেন প্রথমেই মহান সৃষ্টিকর্তার দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি।

আর এই সুযোগ করে দেওয়ার জন্য মানবতার মা জননেত্রী শেখ হাসিনার প্রতি চিরকৃতজ্ঞ। আমার এই বিজয় উপজে লাবাসী ও আমার বাবার।

আমার বাবা আমার কাছে আদর্শ।বাবার সাহস, অনুপ্রেরণা ও উপজেলা আ’লীগ এবং তার অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃ ন্দের সার্বিক সহযোগিতা না পেলে আমি রাহিদ আজ বিজয়ী হতে পারতাম না। আজকে র মতো সার্বিক সহযোগিতায় আগামীর জন্য আমি এই উপ জেলাকে নিয়ে নতুন একটি অধ্যায় রচনার কাজ শুরু করতে চাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা
উম্মে তাবাসসুম বলেন সবার সার্বিক সহযোগিতায় কোন
প্রকারের অভিযোগ ও সহিংসতা ছাড়াই উপজেলায় একটি অবাধ, সুন্দর, শান্তিপূর্ণ, সুষ্ঠ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরি বেশে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষনা করা সম্ভব হয়েছে।

এই জন্য প্রথমে উপজেলাবাসী, জেলা প্রশাসক স্যার, পুলিশ সুপার স্যার ও সকল প্রার্থীসহ নির্বাচনের সঙ্গে জড়িত সকলে র প্রতি রইলোকৃ তজ্ঞতা ও অশেষ ধন্যবাদ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *